X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পুলিশ ক্যাম্প ঘেরাও করে বাজারে হামলা, আটক ৫

নোয়াখালী প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৫

সীমানা বিরোধের জের ধরে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টাংকির বাজার পুলিশ ক্যাম্প ঘেরাও করে বাজারে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, লক্ষ্মীপুরের রামগতির আবদুর রব বাহিনীর প্রধান আবদুর রবের নেতৃত্বে শতাধিক দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হরণী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টাংকির বাজারে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারদিক থেকে টাংকির বাজার পুলিশ ক্যাম্প ঘেরাও করে রাখে। এরপর তাদের একটি গ্রুপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে। তারা এ সময় এলোপাতাড়ি গুলি ছোড়েন ও ককটেল বিস্ফোরণ ঘটান।

পরে চেয়ারম্যান ঘাট, মোর্শেদ বাজার ও মাইনুদ্দিন বাজার থেকে পুলিশ গিয়ে ঘেরাও হয়ে থাকা টাংকির বাজার পুলিশ ক্যাম্প রক্ষা করে। পুলিশের ফাঁকা গুলি ও ধাওয়ার মুখে হামলাকারীরা পিছু হটে। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হরণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজার দখল ও লুটপাটের উদ্দেশ্যে রামগতির আবদুর রব বাহিনীর প্রধান আবদুর রবের নেতৃত্বে দুই শতাধিক দুর্বৃত্ত হামলা চালায়। তারা বিভিন্ন দোকানের শাটার কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে ও স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার বিজয়া সেন বলেন, ‘পূর্ববিরোধের জেরে লক্ষ্মীপুরের রামগতির আবদুর রবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত টাংকির বাজার দখলের চেষ্টা চালায়। তারা এ সময় স্থানীয় পুলিশ ক্যাম্প ঘেরাও করে রাখে। বাজারে কিছু দোকানের ক্ষয়ক্ষতি করে এবং স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাজারে পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করায় পত্রিকা কার্যালয়ে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ