X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপির অনশন কর্মসূচিতে নেতাকর্মীদের হাতাহাতি

রাঙামাটি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩, ১৩:৪৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৫:০১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সারা দেশের মতো রাঙামাটিতেও অনশন কর্মসূচি পালন করছে দলটি।

শনিবার (১৪ অক্টোবর) সকালে শহরের কাঁঠালতলীর দলীয় কার্যালয়ে দুপুর পর্যন্ত চলে এই কর্মসূচি। কর্মসূচি চলাকালে এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে সূত্রে জানা গেছে, সম্প্রতি কেন্দ্র থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে নাছির উদ্দিন সদস্য সচিবের পদ দায়িত্ব পান। কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দীর্ঘ তিন মাস পর অনশন কর্মসূচিতে সদস্য সচিব যোগদানকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার (দীপু), সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো) প্রমুখ।

অনশন কর্মসূচিতে জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, এখন খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা দরকার। ডাক্তাররা বলেছেন যা দেশে সম্ভব না। আমরা অনেকদিন ধরেই তাকে বিদেশে নেওয়ার কথা বলছি। কিন্তু সরকার কর্ণপাত করছে না। এখন একেবারে শেষ সময় চলে এসেছে। অবিলম্বে বিদেশে নেওয়া দরকার, না হলে তাকে বাঁচানো যাবে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুন বলেন, যার বিএনপির কর্মসূচির অনুষ্ঠানে নিজেদের মধ্যে হাতাহাতি করে তারা আওয়ামী লীগের এজেন্ট ছাড়া আর কিছুই না। আমাদের একটি লক্ষ্য আগামী প্রিয় নেত্রীর মুক্তি ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা।

জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার বলেন, এই অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে বন্দি করে রেখেছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। কিন্তু
এটা আমাদের দুর্বলতা না। অনশন কর্মসূচি থেকে আমরা ঘোষণা দিতে চাই- নেত্রীর কিছু হলে বাংলার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিশোধ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা
সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে: তারেক রহমান
প্রধান উপদেষ্টার উদ্দেশে সালাউদ্দিনতিন উপদেষ্টাকে বিদায় করুন, আপনি কি চান নির্বাচনের জন্য যমুনামুখী লংমার্চ করুক জনগণ
সর্বশেষ খবর
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
ইমনের বিশেষ সেঞ্চুরি, প্রশংসা পেলেন অধিনায়কের
ইমনের বিশেষ সেঞ্চুরি, প্রশংসা পেলেন অধিনায়কের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত