X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নোয়াখালীতে নারীকে হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৩, ২০:৩১আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২০:৩১

হয়রানি, হুমকি ও জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামের বাসিন্দা ছায়েরা খাতুন (৫৬)। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘স্থানীয় প্রভাবশালী কামরুল ইসলাম চরজব্বার থানার এসআই আনছার উল্যাহকে দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। শনিবার (২১ অক্টোবর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে ছায়েরা খাতুন বলেন, ‘একসময় হাতিয়ার বয়ারচর এলাকায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করতাম। স্বামী আবদুল মোতাবেলকে আমাদের বাড়ির জায়গা নামমাত্র মূল্যে বিক্রি করতে চাপ দেন কামরুল। এতে রাজি না হওয়ায় ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে স্বামী ও আমাকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তুলে নিয়ে বাড়িতে আটকে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন কামরুল। দাবিকৃত চাঁদা না পেয়ে আমাদের ব্যাপক মারধর করা হয়। পরে আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘ওই ঘটনার কয়েক মাস পর স্বামী মারা যাওয়ায় কামরুলের অত্যাচারে নিরুপায় হয়ে আমি সন্তানদের নিয়ে স্বামীর ভিটাবাড়ি ছেড়ে সুবর্ণচরের পূর্ব চরবাটায় চলে আসি। কিন্তু তাতেও থামেননি কামরুল। তিনি আমার কাছে তিন লাখ ২০ হাজার টাকা পাবে বলে ভুয়া স্ট্যাম্প তৈরি করেন। চলতি বছরের ২ অক্টোবর বিকালে চরজব্বর থানার এসআই আনছার উল্যাহকে দিয়ে আমাকে থানায় ডেকে ওই টাকা দাবি করেন। কিন্তু ওই স্ট্যাম্পের স্বাক্ষর আমার নয়। কামরুল আমার কাছে কোনও টাকা পায় না বলে পুলিশের ওই কর্মকর্তাকে জানানোর পরও পুলিশ কর্মকর্তা ক্ষতিপূরণ বাবদ আরও ৬০ হাজারসহ তিন লাখ ৮০ হাজার টাকা ৯ অক্টোবরের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়ে আমার থেকে বিভিন্ন কাগজে আরও পাঁচটি স্বাক্ষর নেন। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করলে ক্ষিপ্ত হয়ে উঠেন কামরুল এবং ওই পুলিশ কর্মকর্তা। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম প্রকাশ বলেন, ‘আমিসহ কয়েকজন পাওনাদার ছায়েরা খাতুন ও তার ছোট ছেলে আরিফকে চট্টগ্রাম থেকে ধরে এনে তৎকালীন চেয়ারমানের কাছে সোপর্দ করেও কোনও সমাধান পাইনি। পরে থানায় অভিযোগ দিই। আমি তার কাছে যে টাকা পাবো, তার কাগজপত্র আছে।’

চরজব্বার থানার এসআই আনছার উল্যাহ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কামরুল ইসলাম ওই নারীর ভাগনির জামাই। ছায়েরা খাতুনের কাছে টাকা পাবে মর্মে কামরুল থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে আমি তাদের দুই জনকে থানায় ডাকলে তারা বিষয়টি নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা বলে চলে যান। তবে ছায়েরা খাতুনকে টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ বা কাগজে স্বাক্ষর নেওয়ার বিষয়টি মিথ্যা।’

/এএম/
সম্পর্কিত
১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসভারতের ফারাক্কা বাঁধে ক্ষতিগ্রস্ত দেশের ৬ কোটি মানুষ
ঈদ বোনাস না পেলে সারা দেশে দোকান-শপিংমল বন্ধ রাখার ঘোষণা
ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি হওয়ার অভিযোগ দিনমজুরের
সর্বশেষ খবর
সাবেক চসিক কাউন্সিলর  শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার
সাবেক চসিক কাউন্সিলর শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
এক লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয়করমুক্ত রাখার প্রস্তাব
এক লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয়করমুক্ত রাখার প্রস্তাব
ভিয়েতনামে পণ্য খালাস এক দিনে, বাংলাদেশে লাগে এক সপ্তাহ: অ্যামচেম সভাপতি
ভিয়েতনামে পণ্য খালাস এক দিনে, বাংলাদেশে লাগে এক সপ্তাহ: অ্যামচেম সভাপতি
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার