X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

নোয়াখালীতে নারীকে হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৩, ২০:৩১আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২০:৩১

হয়রানি, হুমকি ও জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামের বাসিন্দা ছায়েরা খাতুন (৫৬)। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘স্থানীয় প্রভাবশালী কামরুল ইসলাম চরজব্বার থানার এসআই আনছার উল্যাহকে দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। শনিবার (২১ অক্টোবর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে ছায়েরা খাতুন বলেন, ‘একসময় হাতিয়ার বয়ারচর এলাকায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করতাম। স্বামী আবদুল মোতাবেলকে আমাদের বাড়ির জায়গা নামমাত্র মূল্যে বিক্রি করতে চাপ দেন কামরুল। এতে রাজি না হওয়ায় ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে স্বামী ও আমাকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তুলে নিয়ে বাড়িতে আটকে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন কামরুল। দাবিকৃত চাঁদা না পেয়ে আমাদের ব্যাপক মারধর করা হয়। পরে আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘ওই ঘটনার কয়েক মাস পর স্বামী মারা যাওয়ায় কামরুলের অত্যাচারে নিরুপায় হয়ে আমি সন্তানদের নিয়ে স্বামীর ভিটাবাড়ি ছেড়ে সুবর্ণচরের পূর্ব চরবাটায় চলে আসি। কিন্তু তাতেও থামেননি কামরুল। তিনি আমার কাছে তিন লাখ ২০ হাজার টাকা পাবে বলে ভুয়া স্ট্যাম্প তৈরি করেন। চলতি বছরের ২ অক্টোবর বিকালে চরজব্বর থানার এসআই আনছার উল্যাহকে দিয়ে আমাকে থানায় ডেকে ওই টাকা দাবি করেন। কিন্তু ওই স্ট্যাম্পের স্বাক্ষর আমার নয়। কামরুল আমার কাছে কোনও টাকা পায় না বলে পুলিশের ওই কর্মকর্তাকে জানানোর পরও পুলিশ কর্মকর্তা ক্ষতিপূরণ বাবদ আরও ৬০ হাজারসহ তিন লাখ ৮০ হাজার টাকা ৯ অক্টোবরের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়ে আমার থেকে বিভিন্ন কাগজে আরও পাঁচটি স্বাক্ষর নেন। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করলে ক্ষিপ্ত হয়ে উঠেন কামরুল এবং ওই পুলিশ কর্মকর্তা। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম প্রকাশ বলেন, ‘আমিসহ কয়েকজন পাওনাদার ছায়েরা খাতুন ও তার ছোট ছেলে আরিফকে চট্টগ্রাম থেকে ধরে এনে তৎকালীন চেয়ারমানের কাছে সোপর্দ করেও কোনও সমাধান পাইনি। পরে থানায় অভিযোগ দিই। আমি তার কাছে যে টাকা পাবো, তার কাগজপত্র আছে।’

চরজব্বার থানার এসআই আনছার উল্যাহ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কামরুল ইসলাম ওই নারীর ভাগনির জামাই। ছায়েরা খাতুনের কাছে টাকা পাবে মর্মে কামরুল থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে আমি তাদের দুই জনকে থানায় ডাকলে তারা বিষয়টি নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা বলে চলে যান। তবে ছায়েরা খাতুনকে টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ বা কাগজে স্বাক্ষর নেওয়ার বিষয়টি মিথ্যা।’

/এএম/
সম্পর্কিত
নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ জরুরি: বিএসআরইএ
ইইউবির চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
মাউশির ৪ পদের চূড়ান্ত ফলের দাবি
সর্বশেষ খবর
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে