X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়ে চট্টগ্রাম বিএনপির বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ নভেম্বর ২০২৩, ২১:২১আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২১:২১

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের গায়েবি মামলা, গণগ্রেফতার ও নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপদফতর সম্পাদক মো. ইদ্রিস আলী স্বাক্ষরিত এ বিবৃতি সংবাদমাধ্যমে পাঠানো হয়। 

ঢাকার মহাসমাবেশ, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে শুক্রবার (১০ নভেম্বর) পর্যন্ত চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪৮টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে। পুলিশ গণগ্রেফতার করছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম বিএনপি নেতারা।

সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলায় এ পর্যন্ত ৭৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাগুলোর মধ্যে নগরীতে ১৬ মামলায় ৩৪০ জনকে, উত্তর চট্টগ্রামে ১৯টি মামলায় ২১০ জনকে এবং দক্ষিণ চট্টগ্রামে ১৩টি মামলায় ১৮০ জনকে গ্রেফতার করা হয়।

বিবৃতিদাতারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

বিবৃতিতে তারা বলেন, ‘চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীরা সর্বস্তরের জনগণকে নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশের মধ্য দিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে। বিন্দুমাত্র বলপ্রয়োগ না করেই ধৈর্যের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচি সফল করেছেন। জনগণ বিএনপির আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেখে স্বৈরাচারী আওয়ামী সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা আগের কায়দায় তাদের পেটোয়া বাহিনী পুলিশকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। ভুয়া, গায়েবি অভিযোগ তুলে পুলিশের সদস্যরা এখন বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রতি রাতে তল্লাশির নামে হয়রানি করছে। পুলিশের কারণে বিএনপি নেতাকর্মীরা এখন ঘরে থাকতে পারছে না। পেলেই গ্রেফতার করে বিভিন্ন গায়েবি মামলার আসামি করে দিচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘চট্টগ্রামে নিজেরাই যানবাহনে আগুন দিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করছে। পুলিশের বাড়াবাড়ি নির্যাতন অতীতের যেকোনও সময়কে ছাড়িয়ে গেছে। পুরো চট্টগ্রামকে যেন একটি অবরুদ্ধ কারাগার বানিয়ে ফেলা হয়েছে। আমরা পুলিশ বাহিনীর এ ধরনের আচরণের নিন্দা জানাচ্ছি। নির্বাচন সামনে রেখে বিএনপিকে মাঠছাড়া করতে সরকারের অগণতান্ত্রিক নির্দেশে আপনারা যা করছেন, তা জাতি দেখছে। বাড়াবাড়ির পরিমাণ অবশ্যই শুভ হতে পারে না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আওয়ামী লীগের কর্মচারী নন। আপনারা আওয়ামী লীগের কর্মীর ভূমিকায় অবতীর্ণ হবেন না। গায়েবি মামলা, গণগ্রেফতার ও নির্যাতন বন্ধ করুন। অন্যথায় জনতার আদালতে আপনাদের জবাবদিহি করতে হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় মামলা, আসামি সেই যুবকসহ ২৫ জন
সর্বশেষ খবর
জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষে আহত ৩
জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষে আহত ৩
রাজশাহীতে মকবুল হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার
রাজশাহীতে মকবুল হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার
এলডিসি গ্র্যাজুয়েশনে দ্রুত ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
এলডিসি গ্র্যাজুয়েশনে দ্রুত ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ