দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে নোয়াখালীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ এবং টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে এ ঘটনা ঘটে। তবে এ সময় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই জেলা শহর মাইজদীর ভুলু স্টেডিয়াম, মাইজদী বাজার, বিশ্বনাথ, দত্তেরহাট ও সোনাপুর বাজার এলাকায় মশাল মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা সোনাপুর-চৌরাস্তা সড়কে চলাচলকারী বেশ কয়েকটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
এছাড়া বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট, রঞ্জনবিবি এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘উপজেলার কয়েকটি স্থানে তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। মানুষের জানমালের নিরাপত্তায় বিভিন্ন সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘প্রধান সড়কের কয়েকটি জায়গা থেকে গাড়ি লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেছেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’