X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নৌকায় ভোট দেওয়ার ‘অঙ্গীকার করিয়ে’ জরিমানা গুনলেন চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৩, ২১:৪৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ২১:৪৫

কুমিল্লায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবসের অনুষ্ঠানের আলোচনা সভায় নৌকা মার্কায় ভোট চেয়ে জরিমানা গুনলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বারের ইউএনও নিগার সুলতানা।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন রোকেয়া দিবস উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন দেবিদ্বার আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নিগার সুলতানা।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানী। বক্তব্যে তিনি স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের জন্য ভোট প্রার্থনা করেন। বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের মাঝেই তাকে জরিমানা করেন ইউএনও।

ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ওমানী তার ভোট চাওয়ার বক্তব্যে বলেন, ‘দেবিদ্বারে রাজী মোহাম্মদ ফখরুল একবার উপজেলা চেয়ারম্যান ও দুইবার এমপি নির্বাচিত হয়ে অনেক উন্নয়ন করেছেন। এবারও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আপনারা সবাই রাজী মোহাম্মদ ফখরুলকে নৌকায় ভোট দিয়ে আবারো বিজয়ী করবেন। এ সময় উপস্থিত সকলকে তিনি দুহাত তোলে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করান।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ওমানীর বক্তব্যে নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বারের ইউএনও নিগার সুলতানা বলেন, ‘আচরণবিধি ভঙ্গ করার দায়ে সঙ্গে সঙ্গেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় তাকে সতর্কও করা হয়েছে।’

উল্লেখ্য, নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দেবিদ্বার উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

/কেএইচটি/
সম্পর্কিত
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা
পাটের বস্তা ব্যবহার না করায় ৪ চাল ব্যবসায়ীকে জরিমানা
নকল সিগারেট বিক্রির দায়ে জেল-জরিমানা
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৫)
কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস
কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ