X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

এমপি একরামুলের আসনে ওসির প্রত্যাহার চাইলেন স্বতন্ত্র প্রার্থী

নোয়াখালী প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৪, ১১:৩৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১১:৩৯

দিন যতই ঘনিয়ে আসছে ততই নোয়াখালীর বেশি ভাগ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনটিতেও বাড়ছে ভোটের উত্তাপ। নির্বাচনি প্রচার-প্রচারণায় বাধা, কর্মী সমর্থকদের ওপর হামলা, বাড়ি ঘরে হামলাসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এই আসনের স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী মো. শিহাব উদ্দিন শাহিন। তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

বুধবার (৩ জানুয়ারি) সকালে জেলা শহর মাইজদীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শাহিন অভিযোগ করেন, নির্বাচনি প্রচারণার শুরু থেকে আসনটির আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ একরামুল করিম চৌধুরী নেতাকর্মীরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মারধর, অপহরণ ও নির্বাচনের সমন্বয়কসহ বেশ কয়েকজনের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনায় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দিয়েছেন।

শাহিন আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন স্থানে পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে আওয়ামী লীগ প্রার্থী নিজে ও তার নেতাকর্মীরা আমার লোকজনকে হুমকি দিয়ে বক্তব্য দিচ্ছেন। বহিরাগত লোকজন এনে তাদের দিয়েও নেতাকর্মীদের চাপ প্রয়োগ করছেন। এসব ঘটনার কারণে আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। ভোটের সুষ্ঠু পরিবেশের জন্য তিনি নির্বাচন কমিশন এবং ভোটগ্রহণের সঙ্গে জড়িত সব দফতরের কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন। একইসঙ্গে চরজব্বার থানার ওসিকে প্রত্যাহারে কমিশনে অভিযোগ দেবেন বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য, আ.লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
বিএনপি ফের নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পেয়ে যাবে: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান