X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাজনীতি নয়, লেখাপড়া করেই বড় হতে হবে: ঢাবি উপাচার্য

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেছেন, রাজনীতি নয়, লেখাপড়া করেই বড় হতে হবে। সেই লক্ষ্যে বেশি বেশি করে পড়ালেখা চালিয়ে যেতে হবে।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের এক যুগ পূর্তি উৎসবে দ্বিতীয় দিনের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করেছে, তাদের মধ্যে এমন একজনও পাওয়া যাবে না যারা কোনও না কোনোভাবে দেশ কিংবা চারপাশের মানুষগুলোকে আলোকিত করায় অবদান রাখেননি। এখানে প্রবেশ করলেই মনে হয় একটি সুশৃঙ্খল ও পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় এসেছি। শিক্ষার্থীদের প্রস্তুতের পাশাপাশি কলেজ নিজেও ক্রমাগতভাবে প্রস্তুত হয়েছে। এক যুগে দাঁড়িয়ে বোঝা যায়, কলেজের প্রভাব সমাজ ও রাষ্ট্রে কত বেশি।’

মাকসুদ কামাল বলেন, ‘অনেক শিক্ষাপ্রতিষ্ঠান খুব ভালোভাবে শুরু করেও অসুস্থ রাজনীতি, পরিচালনা পর্ষদের কিংবা বাইরের প্রভাবে তাদের অস্তিত্ব সমানভাবে টিকিয়ে রাখতে পারেনি। কিন্তু প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ অব্যাহতভাবে এর প্রাতিষ্ঠানিক সুনাম ১২ বছর ধরে টিকিয়ে রাখতে পেরেছে।’

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নুরুল আমিন। তিনি উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে কলেজের বিভিন্ন কার্যক্রম ও এর উদ্দেশ্য তুলে ধরেন।

এদিন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডাক্তার কাজী মো. নূর-উল-ফেরদৌস বলেন, ‘এ মিলনমেলা শুধু আড্ডা ও ফুর্তির জন্য নয়। গত এক যুগে কলেজের মহান অর্জনগুলো জানবো এবং ভবিষ্যতে কলেজের শিক্ষাসেবার মান অব্যাহত রাখতে ও উন্নয়নে করণীয়সমূহ সম্মিলিতভাবে নির্ধারণ করবো।’

উৎসবের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এবং দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) এমপি অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার। এ ছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত এভারেস্টজয়ী নিশাত মজুমদার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী, বিইউবিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আলী নূর, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, ইউএনও নাজমা বিনতে আমিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইনুদ্দিন পাঠান, অ্যাড. মারুফ বিন জাকারিয়া প্রমুখ।

পরে কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের সম্মাননা স্মারক প্রদান, ডকুমেন্টারি প্রদর্শন, যুগপূর্তি স্মরণিকা, গুবাক তরু রোপণ ও জার্নালের মোড়ক উন্মোচন করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতির ঘোষণা ছাত্রলীগের, ৪ দফা কর্মসূচি
জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানিজ স্টাডিজ
ঢাবির আসনসংখ্যা কমানো হতে পারে: উপাচার্য
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ