X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে ভাইকে হত্যার কথা স্বীকার

কক্সবাজার প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০

কক্সবাজারের উখিয়া উপজেলায় ব্যবসায়ী ছৈয়দ করিমকে হত্যায় তার চাচাতো ভাই ছালামত উল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও নিহতের জামা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম। গ্রেফতারকৃত ছালামত উল্লাহ (৩৮) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়ার তেঁতুলতলা গ্রামের ছৈয়দ কাশেমের ছেলে। নিহত ছৈয়দ করিম (৪৫) একই গ্রামের আবুল কাশেমের ছেলে।

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে মেজর সাইফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলতলা গ্রামে সুপারি ব্যবসায়ী ছৈয়দ করিমকে একা পেয়ে ছুরিকাঘাত করে তার চাচাতো ভাই ছালামত। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন করিম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। এরপর তাকে গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পেঁচারদ্বীপ এলাকায় চেকপোস্ট বসিয়ে কক্সবাজারগামী অটোরিকশা থেকে গ্রেফতার করা করা হয়।’

মেজর সাইফুল ইসলাম আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ছালামত জানায় তার স্ত্রীর সঙ্গে করিমের বিবাহবহির্ভূত সম্পর্ক আছে, এমন সন্দেহে পরিবারে অশান্তি দেখা দেয়। সেই ক্ষোভ থেকে হত্যার পরিকল্পনা করে সুযোগের অপেক্ষায় ছিল। এজন্য আগে থেকেই হত্যায় ব্যবহৃত ছুরি নিজের কাছে রেখেছিল। মঙ্গলবার সকালে উখিয়া স্টেশন থেকে বাড়ি ফেরার পথে করিমকে হত্যা করে পালিয়ে যায়। হত্যার পর গ্রেফতার এড়াতে রাতের আঁধারে কক্সবাজার হয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরে অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ফেসবুক স্টোরিতে লালনের গান, সেই ব্যক্তি জামিনে মুক্ত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
এআইইউবিতে সিএস ফেস্ট
এআইইউবিতে সিএস ফেস্ট
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ