X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ, হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৪, ২০:৩৪আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২০:৩৪

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে ৫৫০ টাকা কেজি দরে গরুর মাংস ও ১০০ টাকায় পোলাওয়ের চাল বিক্রি করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষ থেকে ভর্তুকি মূল্যে সোমবার (০৮ এপ্রিল) থেকে মাংস ও পোলাওয়ের চাল বিক্রি শুরু হয়। চলবে বুধবার পর্যন্ত।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। বাজারে গরুর মাংসের চড়া দাম থাকায় সাধারণ ক্রেতারা সকাল থেকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে স্বল্পমূল্যে মাংস কিনতে ভিড় জমান। এদিন ৪৩০ জন ক্রেতার মাঝে ৫৫০ টাকায় এক কেজি গরুর মাংস এবং ১০০ টাকায় এক কেজি পোলাও চাল বিক্রি করা হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে আবারও শুরু হয় গরুর মাংস ও পোলাওয়ের চাল বিক্রি। এদিনও হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। কম দামে মাংস এবং পোলাওয়ের চাল কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

ক্রেতারা জানিয়েছেন, গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় অনেকে কিনতে পারেন না। সাধারণ মানুষ যখন ঊর্ধ্বমুখী বাজারে হিমশিম খাচ্ছে তখন স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে পেরে খুশি হয়েছেন তারা।  

হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা

মাংস কিনতে আসা জেলা শহরের মো. নজরুল ইসলাম বলেন, ‘যে টাকা আয় করি, তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। বেশি দামের কারণে অনেকদিন ধরে গরুর মাংস কিনতে পারছিলাম না। আজ ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে দেখে কিনেছি। বাজারে গেলে ৭৫০-৮০০ টাকা লাগতো। এজন্য ছাত্রলীগ নেতাদের ধন্যবাদ।’

স্বস্তি প্রকাশ করে মো. তৈয়ব হোসেন বলেন, ‘গরুর মাংসের দাম বেশি হওয়ায় গত তিন মাস ধরে কিনতে পারিনি। সামনে ঈদ, এমন সময়ে কম দামে গরুর মাংস বিক্রির খবর পেয়ে সকালে এখানে এসেছি। ৫৫০ টাকায় এক কেজি মাংস ও ১০০ টাকায় এক কেজি পোলাওয়ের চাল কিনেছি। অনেক খুশি হয়েছি।’

এমন কার্যক্রমের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ‘সাধারণ মানুষের কথা চিন্তা করে রমজানের প্রথমদিন থেকে আমরা ভর্তুকিতে পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে আসছিলাম। এরই ধারাবাহিকতায় এবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী পক্ষ থেকে ঈদের আগে গরুর মাংস ও পোলাওয়ের চাল বিক্রি শুরু করেছি আমরা। প্রত্যেকে এক কেজি করে মাংস ও চাল কিনতে পারছেন। বুধবারও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।’

/এএম/
সম্পর্কিত
ক্লাস করতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ
আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার
ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা, নিন্দার ঝড়
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ