X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ফেরির সঙ্গে নৌকার ধাক্কা, নিখোঁজ যাত্রীর সন্ধানে দ্বিতীয় দিনে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুন ২০২৪, ১৪:১১আপডেট : ২৩ জুন ২০২৪, ১৪:১১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার (২৩ জুন) ভোর থেকে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস। 

নিখোঁজ ওই ব্যক্তি হলেন চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক আশরাফ উদ্দিন কাজল (৫৩)। তার বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মৃত মেজর হাবিবুর রহমানের ছেলে।

শনিবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর কালুরঘাট এলাকায় ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন দুই ব্যক্তি। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন আশরাফ উদ্দিন কাজল।

স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার হওয়া নৌকার যাত্রীর নাম নুর কাদের (৪৮)। তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চরের ছবুর আহমদের ছেলে।

জানা গেছে, নৌকায় করে তারা কালুরঘাট এলাকা থেকে বোয়ালখালীতে যাওয়ার সময় ফেরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় ফেরির ধাক্কায় নৌকার দুই যাত্রী কর্ণফুলী নদীতে পড়ে যান। এর মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন আশরাফ উদ্দিন কাজল নামে এক ব্যক্তি। শনিবার ঘটনাস্থলে রাত পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। রবিবার ভোর থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।’

চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কালুরঘাট এলাকায় ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকার দুই যাত্রী কর্ণফুলী নদীতে পড়ে গেছেন। তারা চট্টগ্রাম শহর থেকে বোয়ালখালী যাচ্ছিলেন। স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করলেও আরেকজন নদীর স্রোতে ডুবে গেছেন। তাকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’

আরও পড়ুন:

কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে নৌকার ধাক্কা, একজন নিখোঁজ

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
লেকে ভাসছিল ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা
সর্বশেষ খবর
জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক: নুর
জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক: নুর
জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা
জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা
কনটেইনার হ্যান্ডলিং-রাজস্ব আদায়ে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের রেকর্ড
কনটেইনার হ্যান্ডলিং-রাজস্ব আদায়ে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের রেকর্ড
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা প্রতিহত করা হবে: ঢাবি উপাচার্য
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা প্রতিহত করা হবে: ঢাবি উপাচার্য
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট