চট্টগ্রামের কালুরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে ফেরির ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আশরাফ উদ্দিন কাজলের (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে নদীর হামিদচর এলাকা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেছেন। কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আশরাফ উদ্দিন কাজল চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক ছিলেন। তিনি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ডের মৃত মেজর হাবিবুর রহমানের ছেলে।
এর আগে শনিবার (২২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে কালুরঘাট এলাকা থেকে বোয়ালখালীতে যাওয়ার সময় সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে কর্ণফুলী নদীতে ফেরির ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি।
বাহার উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বিকালে কালুরঘাট ফেরিঘাটে নৌকায় যাত্রী তোলার সময় ফেরির ধাক্কায় দুই যাত্রী নদীতে পড়ে যান। এর মধ্যে নূর কাদের নামে একজনকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা গেলেও আশরাফ উদ্দিন কাজল নিখোঁজ হন। বিকালে স্থানীয়রা কাজলের লাশ কর্ণফুলীর হামিদচর এলাকায় ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম লাশটি উদ্ধার করেছে।’
চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কালুরঘাট এলাকায় ফেরির ধাক্কায় নৌকার দুই যাত্রী কর্ণফুলী নদীতে পড়ে যান। তারা চট্টগ্রাম শহর থেকে বোয়ালখালীতে যাচ্ছিলেন। স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করলেও আরেকজন নদীর স্রোতে ডুবে যান। রবিবার বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করেছে।’