কুমিল্লায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার নগরীর ঝাউতলা এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ওই নেতা কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আতিক রুবেল। তিনি ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ সেলিম ওপেলের ভাই।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আতিক রুবেল গত বৃহস্পতিবার ও বুধবার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাসায় গিয়ে চাঁদা দাবি করেছেন। এমন অভিযোগের পর তাকে আটক করে সেনাবাহিনী।