X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন, আদেশ ১৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ আগস্ট ২০২৪, ১০:৩৫আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১০:৩৫

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) চট্টগ্রাম (তৃতীয়) অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আগামী ১৮ আগস্ট আদেশের জন্য দিন ধার্য রেখেছেন।

বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৮ আগস্ট বিশেষ দরখাস্তের মাধ্যমে জামিন চেয়ে আদালতে আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।

কফিল উদ্দিন বলেন, ‘বাবুল আক্তার দীর্ঘ তিন বছর তিন মাস কারাগারে বন্দি আছেন। গতকাল (বুধবার) আদালতে তার জামিন আবেদন করা হয়েছে। শুনানিতে জামিনের বিষয়ে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। আদালত আগামী ১৮ আগস্ট আদেশের দিন ধার্য রেখেছেন।’

তিনি আরও বলেন, ‘বাবুল আক্তারের মামলায় ৯৭ জন সাক্ষীর মধ্যে ৫২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলাটি শুরু থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রভাবিত করেছে। এ মামলায় যেসব ব্যক্তি আদালতে সাক্ষী দিয়েছেন তাদের পুনরায় সাক্ষ্য নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদা খানম মিতুকে প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় তিন জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালতের আদেশে ২০২১ সালে মামলাটি হস্তান্তর করা হয় পিবিআইতে। ২০২১ সালের ১১ মে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম পিবিআই কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এর পরদিন ১২ মে ঢাকায় এক সংবাদ সম্মেলন করে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, ‘মিতু হত্যার সঙ্গে তার স্বামী বাবুল আক্তারের সম্পৃক্ততা প্রমাণ পেয়েছি আমরা।’

ঢাকায় ওই সংবাদ সম্মেলনের পর সেদিনই চট্টগ্রামে আদালতের প্রসিকিউশন শাখায় ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন পিবিআইর মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা। ওই দিনই মিতুর বাবা মোশাররফ হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বাবুল আক্তারকে প্রধান করে মোট ৯ জনকে আসামি করা হয়।

এ মামলায় তদন্ত শেষে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পিবিআই বাবুল আক্তারসহ সাত জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ওই বছরের ১০ অক্টোবর আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। ২০২৩ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। চলতি বছরের ৯ এপ্রিল থেকে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
শহীদকন্যাকে ধর্ষণের মামলায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
ছয় সিবিএ নেতার জামিন শুনানিতে হট্টগোল, বিব্রত বিচারক
সর্বশেষ খবর
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ