X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ক্লাসে অসুস্থ ৮ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ২১:১৫আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ২১:১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট স্কুলশিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থরা ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।  

অভিভাবকরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন প্রথমে এক শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তার পরই একে একে আট শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। দুপুরে পরিবারের লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসেন। অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করেন। এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

অসুস্থ দুই শিক্ষার্থী জানিয়েছে, গত ২২ অক্টোবর এইচপিভি টিকা নিয়েছিল তারা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে অসুস্থ হয়। পরে তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আট শিক্ষার্থী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে।

এক শিক্ষার্থীর মা জানান, হঠাৎ বিদ্যালয় থেকে খবর আসে মেয়ে অসুস্থ। খবর পেয়ে বিদ্যালয়ে যান। গিয়ে দেখেন বিদ্যালয়ে হইচই চলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় মেয়েকে হাসপাতালে নিয়ে আসেন।

আরেক শিক্ষার্থীর চাচি জানান, তার ভাতিজি গত ২২ অক্টোবর জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের টিকা নিয়েছিল। আজ প্রথম অসুস্থ হয়ে পড়ে। তার সঙ্গে আরও সাত শিক্ষার্থী অসুস্থ হয়। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে চিকিৎসক তাদের জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. অনিক দেব বলেন, ‘এটি টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নয়। কারণ টিকা দেওয়া হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে। বিষয়টি প্যানিক অ্যাটাক হতে পারে। এর সুনির্দিষ্ট কোনও চিকিৎসা নেই। দু-একদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে অসুস্থ শিক্ষার্থীরা।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি জেনে ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেবে। শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ নিয়ে ভয়ের কিছু নেই। হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা শঙ্কামুক্ত। তবু বিষয়টি আমরা তদন্ত করে দেখবো, কেন তারা অসুস্থ হলো।’

/এএম/
সম্পর্কিত
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ঢাবিতে সম্মিলিত কণ্ঠে শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
সর্বশেষ খবর
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি