X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

মাদকবিরোধী অভিযানে হামলা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

টেকনাফ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ০১:১৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০১:১৫

কক্সবাজারের টেকনাফে জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ ইসমাইলকে প্রধান করে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মামলায় মাদকবিরোধী অভিযানের সময় সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার রাতে টেকনাফ মডেল থানায় মামলাটি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোন। বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিফাত তাসনিম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৯ ডিসেম্বর দুপুরে পৌরসভার কুলালপাড়া এলাকায় চিহ্নিত মাদক কারবারি আলমগীরের বসতঘরে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় আলমগীরকে আসামি করে মামলা করা হয়। এই অভিযানের কিছুক্ষণ পর জামায়াত নেতা ইসমাইলের বাড়িতে আরও কিছু ইয়াবা মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সন্ধ্যায় অভিযানে যান অধিদফতরের কর্মকর্তারা। তখন ঈসমাইল অভিযানে বাধা দেন এবং লোকজন জড়ো করে অভিযানিক টিমের ওপর হামলা চালান। এতে অভিযানিক টিমের তিন সদস্য আহত হন। পরে তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়ে ভাঙচুর চালান।

ঘটনার দিন অভিযুক্ত জামায়াত নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তাকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ আনেন। যা সম্পূর্ণ মিথ্যা।

এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতের টেকনাফ পৌরসভার সহসভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চার জন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা পরিচয়ে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। তখন স্থানীয় কিছু লোকজন এসে আমাকে উদ্ধার করেন। ওই কর্মকর্তারা সাদা পোশাকে এসেছিলেন। স্থানীয় লোকজনের বাধার মুখে তারা দ্রুত চলে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়ে কারা ভাঙচুর করেছে, তা আমার জানা নেই। মামলার বিষয়টি আমি আইনিভাবে মোকাবিলা করবো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিফাত তাসনিম বলেন, ইসমাইলকে প্রধান আসামি করে ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হামলার ভিডিও ও সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করা হবে। এ ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

/এএম/এস/
সম্পর্কিত
দেশ কোনও দুর্বৃত্তের হাতে বন্দি হয়ে যাক এটা আমরা চাই না: জামায়াত আমির
যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে আমাদের লড়াই চলবে: ডা. শফিকুর রহমান
৭২ সাল থেকে মব কালচার চলছে: জামায়াত আমির
সর্বশেষ খবর
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
গোলটেবিল বৈঠকে বক্তারা‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ