X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুই জনের মৃত্যু, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭

চট্টগ্রামে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪৫ মিনিটে নগরীর কোতোয়ালি থানাধীন ভলুয়ারদীঘির পশ্চিমপাড় এলাকায় জাফর সওদাগর কলোনিতে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচটি কাঁচাঘর পুড়ে গেছে।

মৃতরা হলেন- মো. ইলিয়াছ (৫০) ও ফারভিন আক্তার (৪৫)। এ ঘটনায় আহতরা হলেন- ফয়সাল (১৯), সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে পাঁচটি ঘর পুড়ে গেছে।

নগরের চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোকাররম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীর কোতোয়ালি থানাধীন ভলুয়ারদীঘির পশ্চিমপাড়ে জাফর সওদাগর কলোনির পাঁচটি কাঁচাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই পাঁচটি ঘর ও ঘরের মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার কারণে পাঁচ জন সদস্য ধোঁয়ায় দম বন্ধ হয়ে আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তিন জন হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, ‘আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের ধোঁয়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের ভবিষ্যৎ কী?
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের ভবিষ্যৎ কী?
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ