X
রবিবার, ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুই জনের মৃত্যু, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭

চট্টগ্রামে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪৫ মিনিটে নগরীর কোতোয়ালি থানাধীন ভলুয়ারদীঘির পশ্চিমপাড় এলাকায় জাফর সওদাগর কলোনিতে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচটি কাঁচাঘর পুড়ে গেছে।

মৃতরা হলেন- মো. ইলিয়াছ (৫০) ও ফারভিন আক্তার (৪৫)। এ ঘটনায় আহতরা হলেন- ফয়সাল (১৯), সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে পাঁচটি ঘর পুড়ে গেছে।

নগরের চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোকাররম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীর কোতোয়ালি থানাধীন ভলুয়ারদীঘির পশ্চিমপাড়ে জাফর সওদাগর কলোনির পাঁচটি কাঁচাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই পাঁচটি ঘর ও ঘরের মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার কারণে পাঁচ জন সদস্য ধোঁয়ায় দম বন্ধ হয়ে আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তিন জন হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, ‘আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের ধোঁয়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দরজায় তালা দিয়ে কাজে গেলেন মা, ঘরে পুড়ে প্রাণ গেলো কিশোরীর
রাজশাহীর নিউমার্কেটে আগুন, ফায়ার ফাইটার আহত
মাগুরার সেই শিশুটির পরিবারকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত
সর্বশেষ খবর
আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা অব্যাহত, যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত
রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা অব্যাহত, যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত
দরজায় তালা দিয়ে কাজে গেলেন মা, ঘরে পুড়ে প্রাণ গেলো কিশোরীর
দরজায় তালা দিয়ে কাজে গেলেন মা, ঘরে পুড়ে প্রাণ গেলো কিশোরীর
মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে শিশুসন্তান চুরি
মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে শিশুসন্তান চুরি
সর্বাধিক পঠিত
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
আমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
যশোরে ফরহাদ মজহারআমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার