জমিজমা নিয়ে বিরোধের জেরে চাঁদপুরে খালাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার বেলা ১১টায় সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ পাটোয়ারী (৪০) ওই এলাকার মৃত কলিমউল্লাহ পাটোয়ারীর ছেলে। তিনি মোবাইল ফোন ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় তার বড় ভাই ইব্রাহিম পাটোয়ারীকে (৫০) কুপিয়ে জখম করা হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার ঘটনায় ইউসুফের খালাতো ভাই মো. মাইনুদ্দিন পাটোয়ারী (৫০), তার স্ত্রী খাদিজা বেগম (৪০) ও ছেলে রমজান পাটোয়ারীকে (২০) আটক করেছে পুলিশ।
স্বজন, প্রতিবেশী ও পুলিশ জানায়, কুমারডুগি পাটোয়ারী বাড়িতে নানার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই খালাতো ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার সকালে শহরের হকার্স মার্কেটের মোবাইল ব্যবসায়ী ইউসুফ পাটোয়ারী ও তার বড় ভাই ইব্রাহিম পাটোয়ারীর সঙ্গে খালাতো ভাই ভ্যানচালক মো. মাইনুদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাইনুদ্দিনের ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই ইউসুফ পাটোয়ারী নিহত হন এবং ইব্রাহিম গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে মাইনুদ্দিনকে ঘরের ভেতর আটকে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে অভিযুক্ত মাইনুদ্দিনসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়।
ইউসুফ পাটোয়ারীর শহরের হকার্স মার্কেটে মেহেদী মোবাইল হাউজ নামে একটি শোরুম আছে। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তসহ তিন জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’