X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

ছিনতাই ও হেনস্তার পর কলেজছাত্রীকে অটোরিকশা থেকে ফেলে দিলো দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ০২:২০আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০২:২০

নোয়াখালীর বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনতাইয়ের পর হেনস্তা করে সিএনজি অটোরিকশা থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠী ও শিক্ষার্থীরা। 

বুধবার (১২ মার্চ) রাত ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তায় তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে একলাশপুর ইউনিয়নের চৌমুহনী-মাইজদী আঞ্চলিক সড়কের দরবেশপুর এলাকায় শিক্ষার্থীকে ফেলে দেওয়া হয়। 

শিক্ষার্থীরা জানান, বুধবার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ইফতার মাহফিল ছিল। সদর উপজেলার বাসিন্দা কলেজের এক ছাত্রী ইফতার মাহফিল শেষে অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে অটোরিকশা দরবেশপুর এলাকায় পৌঁছালে অটোরিকশার পেছনের সিটে বসা দুই ব্যক্তি তার হাত মুখ চেপে ধরে হেনস্তা করে। একপর্যায়ে শিক্ষার্থীর মোবাইল, গলার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় শিক্ষার্থী চিৎকার শুরু করলে একলাশপুর বাজারে অটোরিকশা থেকে শিক্ষার্থীকে ফেলে দিয়ে চালক ও দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তার সহপাঠীদের বিষয়টি জানান শিক্ষার্থী। 

এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাসে রাত ১টায় শিক্ষার্থীরা ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। 

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবও ঘটনাস্থলে আসে। সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পেয়েছি, যে অটোরিকশায় ঘটনাটি ঘটেছে সেটির নম্বর প্লেট ছিল না। যার কারণে অপরাধীদের শনাক্তে কিছুটা বেগ পেতে হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।

 

/এএম/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ভিনিসিয়ুসের ৯৯ মিনিটের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল
ভিনিসিয়ুসের ৯৯ মিনিটের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল
ছিনতাইকারীদের কোপে ব্যবসায়ী নিহত, পিটুনি দিয়ে দুজনকে পুলিশে সোপর্দ
ছিনতাইকারীদের কোপে ব্যবসায়ী নিহত, পিটুনি দিয়ে দুজনকে পুলিশে সোপর্দ
৫ আগস্ট দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি: টুকু
৫ আগস্ট দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি: টুকু
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত