X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

ছিনতাই ও হেনস্তার পর কলেজছাত্রীকে অটোরিকশা থেকে ফেলে দিলো দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ০২:২০আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০২:২০

নোয়াখালীর বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনতাইয়ের পর হেনস্তা করে সিএনজি অটোরিকশা থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠী ও শিক্ষার্থীরা। 

বুধবার (১২ মার্চ) রাত ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তায় তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে একলাশপুর ইউনিয়নের চৌমুহনী-মাইজদী আঞ্চলিক সড়কের দরবেশপুর এলাকায় শিক্ষার্থীকে ফেলে দেওয়া হয়। 

শিক্ষার্থীরা জানান, বুধবার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ইফতার মাহফিল ছিল। সদর উপজেলার বাসিন্দা কলেজের এক ছাত্রী ইফতার মাহফিল শেষে অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে অটোরিকশা দরবেশপুর এলাকায় পৌঁছালে অটোরিকশার পেছনের সিটে বসা দুই ব্যক্তি তার হাত মুখ চেপে ধরে হেনস্তা করে। একপর্যায়ে শিক্ষার্থীর মোবাইল, গলার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় শিক্ষার্থী চিৎকার শুরু করলে একলাশপুর বাজারে অটোরিকশা থেকে শিক্ষার্থীকে ফেলে দিয়ে চালক ও দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তার সহপাঠীদের বিষয়টি জানান শিক্ষার্থী। 

এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাসে রাত ১টায় শিক্ষার্থীরা ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। 

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবও ঘটনাস্থলে আসে। সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পেয়েছি, যে অটোরিকশায় ঘটনাটি ঘটেছে সেটির নম্বর প্লেট ছিল না। যার কারণে অপরাধীদের শনাক্তে কিছুটা বেগ পেতে হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।

 

/এএম/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে