X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ এপ্রিল ২০২৫, ২২:০০আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২২:০০

গত বুধবার খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীর মুক্তির দাবিতে এবার রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের চাকসু কেন্দ্রের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাল্লাং এনরিকো কুবি নামের এক শিক্ষার্থী এ কথা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বুধবার সকাল আনুমানিক সাড়ে ৬টায় খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে ৫ জন শিক্ষার্থী অপহরণের শিকার হয়।’

অপহৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি স্রো।

তিনি বলেন, ‘বিভিন্ন সূত্রে জানা যায় যে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ অপহরণ ঘটনার সঙ্গে জড়িত। এ অপহরণের ঘটনায় আমরা আদিবাসী শিক্ষার্থীরা অপহৃতদের নিঃশর্ত দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি এবং একই সাথে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা, প্রগতিশীল ব্যক্তি ও ছাত্র সংগঠনসমূহ তীব্র নিন্দা এবং অপহৃতদের নিঃশর্ত দ্রুত মুক্তির দাবি জানাচ্ছে। অপহৃতদের কোন হদিস পাওয়া যাচ্ছে না। অপহরণের ঘটনা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবগত হলেও এখন অবধি দৃশ্যমান কোন কার্যকরী পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। এমতাবস্থায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করছি। পরবর্তীতে তাদের সঙ্গে কী কথা হয়েছে আমরা এখনও জানতে পারিনি। এমনকি তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’

জাল্লাং এনরিকো কুবি বলেন, ‘অপহরণের ৩ দিন পেরিয়ে গেলেও এখনও অপহৃত ৫ শিক্ষার্থীর সন্ধান না পাওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ দেখতে না পাওয়ায় আমরা আদিবাসী শিক্ষার্থীবৃন্দ আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি। আমরা আগামীকাল রবিবার থেকে একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, তিন পার্বত্য জেলা শহর, মহানগরে সচেতন, মানবিক ও প্রগতিশীল ছাত্র ও নাগরিকসমাজকে আমাদের আন্দোলনে সংহতি ও সহযোগিতা প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের কাছে নিম্নোক্ত দাবিসমূহ তুলে বলেন, অবিলম্বে অপহৃত ৫ শিক্ষার্থীকে নিঃশর্তে ও সুস্থ শরীরে মুক্তি দিতে হবে, শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অপহরণের সঙ্গে যুক্ত সবাইকে গ্রেফতারপূর্বক শাস্তির আওতায় আনতে হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
নাফ নদ থেকে ফের ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
উত্তরায় প্রকাশ্যে গাডিতে তুলে অপহরণ, গ্রেফতার ২
গাইবান্ধায় মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার
সর্বশেষ খবর
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি