X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

আমার গালে থাপ্পড় মেরেছেন সেলিম ওসমান: শ্যামল কান্তি ভক্ত

সালমান তারেক শাকিল ও তানভীর হোসেন, নারায়ণগঞ্জ থেকে
১৯ মে ২০১৬, ১৭:২০আপডেট : ১৯ মে ২০১৬, ১৯:০৯

শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের বরখাস্তসহ গ্রেফতার দাবি করেছেন লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। তিনি বলেন, এমপি সেলিম ওসমান ঘটনার দিন আমার কথা না শুনেই আমার দু’গালে থাপ্পড় মেরেছেন। তার কথায় আমি কান ধরে উঠবোস করি। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
শ্যামল কান্তি ভক্ত আরও বলেন, আমি জীবনে কোনওদিন ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করিনি। আর উনি (সেলিম ওসমান) পলিটিক্যাল লিডার। নিজেকে সেভ করার জন্য কত কিছুই বলতে পারেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ ক্লাবের সংবাদ সম্মেলনে সেলিম ওসমান দাবি করেন, শুক্রবার (১৩ মে) ঘটনার সময়ে তিনি প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জনরোষ থেকে উদ্ধার করেছেন। ওই সময়ে শিক্ষক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টি স্বীকার করেছেন। তখন শিক্ষক বাঁচার জন্যই স্বেচ্ছায় কান ধরে উঠবস করে ক্ষমা চেয়েছিলেন। পরে চিঠি লিখে প্রাণ বাঁচানোর জন্য সেলিম ওসমানকে ধন্যবাদও জানিয়েছেন।

তবে, সেলিম ওসমানের ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন শ্যামল কান্তি ভক্ত। তিনি বলেন, ঘটনার দিন বিকেলে সেলিম ওসমান আমার কক্ষে আসেন। তখন আমি চেয়ারের হাতলে ভর দিয়ে দাঁড়িয়েছিলাম। তিনি (সেলিম ওসমান) ভেতরে প্রবেশ করার পর আমি তাকে সালাম দিয়ে শুধু ‘স্যার’ বলতে পেরেছিলাম। তিনি ভেতরে প্রবেশ করে আমার কোনও কথা না শুনে দুই হাত দিয়ে আমার দুই গালে চারটি থাপ্পড় মারেন। পরে আমাকে বাইরে এনে বলেন, ‘শালা কান ধর, ১০ বার কান ধরে উঠবোস করবি। আমি কয়েকবার কান ধরে উঠবোস করার পরেই পড়ে যাই। পরে আমাকে হাত ধরে ওঠানোর পর এমপি বলেন, এই শালা মাফ চা। আমি মাফ চাইলে আমাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে আমাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যায়। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্যামল কান্তি ভক্ত আরও বলেন, আমি তার কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কথা স্বীকার করিনি। এটি সম্পূর্ণরূপে মিথ্যা। যদি তার (এমপি সেলিম ওসমান) কাছে কোনও প্রমাণ থেকে থাকে, তাহলে আমাদের দেখান।  

আরও পড়তে পারেন: তাকে সবাই বলে ‘তারছেঁড়া মাস্টার’: সেলিম ওসমান

থাপ্পড় মারার বিষয়টি আগে কেন সাংবাদিকদের বলা হয়নি এমন প্রশ্নের জবাবে শ্যামল কান্তি ভক্ত বলেন,‘‘তখন আমি ভয়ে বলিনি। তিনি আমাকে বলেছেন, ‘আপনি আমাকে সেভ করেন আমিও আপনাকে সেভ করব।’ তিনি নিজেই আমাকে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন।’’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘‘আমাকে সেলিম ওসমানের এক লোক প্রলোভন দেখান বাইরে পাঠানোর জন্য। তিনি আমাকে বারবার কল করে বলেছেন, ‘যত সুযোগ-সুবিধা চান আপনাকে দেওয়া হবে। চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে।’’

তাকে স্বপদে পুর্নবহালে শিক্ষামন্ত্রীর ঘোষণার বিষয়ে শ্যামল কান্তি ভক্ত বলেন, আমি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, এমপি, প্রশাসনের ঊর্ধ্বতনসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে, সেলিম ওসমান ছাড়া। তিনি  আরও বলেন, ‘এখন আমি সেলিম ওসমান আতঙ্কে আছি। বেশি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ওপর এখন হুমকি আসতে পারে। থানা প্রশাসন সবই এমপির হাতে। আমি সম্পূর্ণ নিরাপত্তাহীন বোধ করছি। এমপি সেলিম ওসমানকে বরখাস্ত করে গ্রেফতার করা হলেই আমি নিরাপদে থাকব। আমি তার বরখাস্ত ও গ্রেফতার দাবি করছি।’

তদন্ত কমিটি প্রসঙ্গে এই শিক্ষক বলেন, ‘স্থানীয় কমিটির বিষয়ে আমার অনাস্থা আছে। তবে সরকারের তদন্ত কমিটির বিষয়ে আমার আস্থা রয়েছে।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির উপদেষ্টা পরিষদ গঠনে সার্চ কমিটি
এনসিপির উপদেষ্টা পরিষদ গঠনে সার্চ কমিটি
আমিরাতে মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প
আমিরাতে মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প
ইশারা ভাষায় গ্রাহক সেবার জন্য সম্মাননা স্মারক পেল গ্রামীণফোন
ইশারা ভাষায় গ্রাহক সেবার জন্য সম্মাননা স্মারক পেল গ্রামীণফোন
প্রয়াত বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ স্মরণে দোয়া মাহফিল
প্রয়াত বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ স্মরণে দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা