X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীকে অপহরণ: ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দুটি মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৫৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০৪:০০

অসিম দেওয়ান আইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ানের (৩৫) বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রুপগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে এবং অপহৃত বিবিএ শিক্ষার্থী কানিজ ফাতেমা নিজে বাদী হয়ে অসিমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। কানিজ বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র কে.এম. শহিদুল ইসলাম শহিদের মেয়ে।
মঙ্গলবার দুপুরে আসামি অসিমকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাচঁ দিনের রিমান্ডের আবেদন করা হয। পরে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলী জানান, মামলার তদন্তকারি কর্মকর্তা অস্ত্র আইনে দায়ের করা মামলায় অসিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাচঁদিনের রিমান্ডের আবেদন করেন। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত অস্ত্র উদ্ধারের ঘটনায় রুপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশা বাদী হয়ে এবং অপহরণের ঘটনায় শিক্ষার্থী কানিজ ফাতেমা সামান্তা ইসলাম নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে সামান্তা ইসলামকে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অপহরণ করে বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ান ও তার দুই সহযোগী । পরে সামান্তাকে একটি প্রাইভেটকারে তুলে ( ঢাকা মেট্রো-গ-২৫-০২৮৭) নিয়ে যাওয়ার সময় গাড়িটি রূপগঞ্জ ফেরীতে ওঠামাত্র মেয়েটি চিৎকার শুরু করে। পরে ফেরীঘাটের লোকজন ও ফেরীর স্টাফরা ঘেরাও করে অসিমকে ধরে ফেলে। এসময় তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
দুই রঙে ভিভোর নতুন স্মার্টফোন
দুই রঙে ভিভোর নতুন স্মার্টফোন
জিম্বাবুয়ের সিরিজের জন্য বাংলাদেশের তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা
জিম্বাবুয়ের সিরিজের জন্য বাংলাদেশের তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা
পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 
পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে