X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজীপুরে বৈধতা পেলেন ৯ মেয়র ও ৩৬৮ কাউন্সিলর প্রার্থী

গাজীপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ২২:১৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২২:২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মেয়র পদে ৯জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৮৪জন ও সাধারণ ওয়ার্ডে ২৭৫ জন প্রার্থীসহ মোট ৩৬৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাছাইয়ে মেয়র পদে একজন, সংরক্ষিত নারী ওয়ার্ডে তিন জন ও সাধারণ ওয়ার্ডে ১৯জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান,  আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২৪ এপ্রিল ও আগামী ১৫ মে ভোট গ্রহণ।

আরও পড়ুন: কেসিসি নির্বাচন: বৈধতা পেলেন ৫ মেয়র ও ২০৯ কাউন্সিলর প্রার্থী

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল সোমবার (১৬ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার ও সোমবার জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়াম মিলনায়তনে প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থনকারীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। রবিবার মেয়র পদে ১০জনের মধ্যে ৯জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এদিন মনোনয়নপত্র বাছাইকালে সমর্থনকারী ভোটারের স্বাক্ষর জাল করার কারণে স্বতন্ত্র প্রার্থী মো. আফসার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়। বাছাই শেষে মেয়র পদের বৈধ প্রার্থীরা হলো আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, বিএনপির প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার, জাসদের রাশেদুল হাসান রানা, ইসলামি ঐক্যজোটের মো. ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন, ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন, কমিউনিস্ট পার্টির গাজী রুহুল আমিন, স্বতন্ত্র প্রার্থী ফারিদ উদ্দিন ও মো. সানাউল্লাহ।

তিনি আরও জানান, দুই দিনব্যাপী যাচাই-বাছাইকালে মেয়র ছাড়াও সংরক্ষিত নারী ওয়ার্ডে তিন জন ও সাধারণ ওয়ার্ডে ১৯জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এই সময় সংরক্ষিত নারী ওয়ার্ডে ৮৪জন ও সাধারণ ওয়ার্ডে ২৭৫ জন প্রার্থীসহ মোট ৩৬৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিলদের মধ্যে সংরক্ষিত ১নম্বর ওয়ার্ডের কুলসুম বেগম ও ৯নম্বর ওয়ার্ডের রওশন আরা ও ১৭নম্বর ওয়ার্ডের সুফিয়া আক্তার এবং সাধারণ ৬নম্বর ওয়ার্ডের আশরাফ হোসেন, ৭নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম ও আক্তার হোসেন; ২১নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম, ২২নম্বর ওয়ার্ডের শাহজাহান সিরাজ, ২৪নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেন, ২৭নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম ও ৩১নম্বর ওয়ার্ডের রফিকুজ্জামান।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা জানান, তারা প্রার্থীতা ফিরে পেতে তিন দিনের মধ্যে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?