রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ওই দুই ছাত্রকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা।
বহিষ্কৃত ছাত্ররা হলেন- বালিয়াকান্দি শালমারা বাইতুল আমান দাখিল মাদ্রাসার ছাত্র নান্নু হোসেন ও তেতুলিয়া দাখিল মাদ্রাসার ছাত্র রিয়াজুল ইসলাম।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান, পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।