X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে দলনেতাসহ ৬ ছিনতাইকারী আটক

গাজীপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১৩:০৩আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৩:০৩

গাজীপুরে দলনেতা ও তার ভাইসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব

গাজীপুরে দলনেতা ও তার ভাইসহ ৬ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। তাদের কাছ থেকে ছিনতাই করা ১৯টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে গাজীপুরের সংবাদ কর্মীদের এ তথ্য জানিয়েছেন।  

আটক ব্যক্তিরা হলেন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে ছিনতাইকারী দলের নেতা নয়ন ইসলাম ওরফে বাবু (২৫), বাবু’র ছোট ভাই ইসমাইল হোসেন ওরফে জনি (১৮), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার লক্ষীখোলা এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে কামরুজ্জামান মিয়া (২৫), ঢাকা জেলার তুরাগ থানার নলভোগ এলাকার জমির আলীর ছেলে শরিফুল ইসলাম (২২), চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা আড়ং বাজার এলাকার দুলাল বেপারির ছেলে রাসেল বেপারি (১৯) ও পঞ্চগড় জেলা সদর থানার টুনীরহাট এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২০)। 

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, ‘ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্য বৃহষ্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে দল নেতা বাবু এবং তার ছোট ভাইসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ১৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, আটকদের মধ্যে দলনেতা বাবু পেশায় একজন হকার, তার ভাই জনি লেগুনার হেলপার ও কাঁচামালের আড়তে কাজ করে, কামরুল হাসান পেশায় ড্রাইভার, শরিফুল বায়িং হাউজের ক্লিনার, জাহাঙ্গীর মাছের আড়তে কাজ করে এবং রাসেল স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় চাকরি করে। তারা প্রত্যেকে নিজ নিজ কাজের ফাঁকে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে টঙ্গী, আব্দুল্লাহপুর, চৌরাস্তা, বেড়িবাঁধ, আশুলিয়া ও আশপাশের এলাকায় পথচারী, বাস ও ট্রেনের যাত্রীদের মোবাইল, টাকা-পয়সা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছে। তারা ছিনতাই করা মালামাল দলের প্রধানের কাছে জমা দেয়। তারা ছিনতাই করা মোবাইলগুলো বিভিন্ন মোবাইল সার্ভিসিংয়ের দোকানে বিক্রি করছে। পরে মোবাইল সার্ভিসিং দোকানগুলো তাৎক্ষণিক মোবাইলের আইএমইআই  নম্বর পরিবর্তন করে সাধারণ ক্রেতাদের কাছে বর্তমান বাজারমূল্যে বিক্রয় করে। 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে