নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১২টি সোনার বারসহ চন্দন রায় (৪৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) রাতে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকার পুষ্টি গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন চেকপোস্টে তল্লাশি করে তাকে আটক করা হয়। বারগুলোর মূল্য প্রায় ৫৭ লাখ টাকা।
চন্দন রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গুদমা এলাকার মৃত ধীরেন্দ্র রায়ের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোপন সূত্রে সংবাদ পাই একজন চোরাকারবারি বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে বিশনন্দী ফেরিঘাট দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। তখন চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিয়ে থামানো হয়। এ সময় ওই অটোর একজন যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে আটকের পর পালানোর কারণ জানতে চাইলে সে স্বীকার করে তার কাছে ১২টি সোনার বার রয়েছে। পরে শার্টের ডান হাতার মধ্যে বিশেষ কায়দায় লুকানো বারগুলো উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, চন্দন রায় আন্তঃজেলা সোনার বার চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে বিদেশ থেকে অবৈধভাবে সোনা নিয়ে এসে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।