X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বঙ্গবন্ধুর স্মরণে পাটগাতি ও বাঘিয়ারে নির্মিত হচ্ছে ঘাট

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
১৮ জানুয়ারি ২০২০, ১৩:৪৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৪:০৫

নির্মাণাধীন ঘাট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে টুঙ্গিপাড়ায় মধুমতি নদীর পাড়ে পাটগাতিতে এবং বাঘিয়ার নদী পাড়ে দু’টি ঘাট নির্মাণ করা হচ্ছে। আগামী জুনে ঘাট দু’টির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে ১৩ কোটি টাকা ব্যয়ে ঘাট দু’টি নির্মাণ করা হচ্ছে। আর বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।

বঙ্গবন্ধু স্টিমার বা বড় লঞ্চে করে ঢাকা থেকে থেকে টুঙ্গিপাড়ায় যেতেন। তখন তিনি টুঙ্গিপাড়ার মধুমতি নদী পাড়ের পাটগাতি লঞ্চঘাট বা বাঘিয়ার নদীর পাড়ের লঞ্চঘাটে নামতেন। পরে সেখান থেকে পায়ে হেঁটে বাড়িতে যেতেন। আবার যখন ঢাকায় ফিরতেন তখন ওই ঘাট দু’টির যে কোনও একটি দিয়ে তিনি স্টিমার বা লঞ্চে উঠতেন। ঘাট দু’টিকে স্মরণীয় করে রাখতে টুঙ্গিপাড়া পৌরসভা এ উদ্যোগ নিয়েছে। পাটগাতি ঘাটটি ৯ কোটি আর বাঘিয়ার ঘাটটি ৪ কোটি টাকা ব্যয় করে আধুনিক লঞ্চঘাট নির্মাণ করা হচ্ছে।

নির্মাণাধীন ঘাট টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামের সিরাজুল হক বিশ্বাস, টুঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা শেখ বোরহান উদ্দিন জানান, যারা জাতির পিতাকে এই ঘাটে নেমে বাড়িতে হেঁটে যেতে দেখেছেন তারা যেমন খুশি, তেমনি যারা বঙ্গবন্ধুকে দেখেননি তারাও নতুন ইতিহাস জানতে পেরে খুশি।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা বলেন, এই ঘাট নির্মাণের ফলে জাতির পিতার পদচিহ্ন পড়া লঞ্চঘাটগুলো সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে অনেক কিছু। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ হিসেবে ঘাটি নির্মাণ করা হচ্ছে।

নির্মাণাধীন ঘাট গোপালগঞ্জের এলজিইডির  নির্বাহী প্রকৌশলী ফজলুল হক জানান, লঞ্চঘাট দু’টি নির্মাণ হলে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা লোকেরা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এসব এলাকা দেখার পাশাপাশি বঙ্গবন্ধু সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন।

 

/এসটি/
সম্পর্কিত
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’
গোপালগঞ্জে ভ্যান চুরির মীমাংসা করতে বসে উল্টো সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা
‘কার্গো ভিলেজের কোল্ডস্টোরেজ আরও বড় করা হবে’
‘কার্গো ভিলেজের কোল্ডস্টোরেজ আরও বড় করা হবে’
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল