X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজির অভিযোগে গাজী গ্রুপের এমডির পিএসসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০২০, ০৭:০১আপডেট : ০৭ জুন ২০২০, ০৯:৩৯

আটক ৫ জন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্বাস সিরামিকস অ্যান্ড ব্রিকস লিমিটেড নামের একটি কারখানায় ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বস্ত্র ও পাট মন্ত্রীর বড় ছেলের গোলাম মতুর্জা পাপ্পা গাজীর ব্যক্তিগত সহকারী (পিএস) কামরুজ্জামান হীরাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকালে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই  পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া যায়। 
ওসি আরও জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় অবস্থিত বিশ্বাস সিরামিকস অ্যান্ড ব্রিকস লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক সাব্বির আহমেদের কাছে কিছুদিন ধরে ২৬ লাখ টাকা চাদাঁ দাবি করে আসছিলেন পাটমন্ত্রীর ছেলে গাজী গ্রুপের এমডি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজার পিএস পরিচয়দানকারী কামরুজ্জামান হীরাসহ তার সহযোগীরা। তাদেরকে চাঁদা না দিয়ে কারখানার উৎপাদন চালু রাখলে হত্যা করার হুমকিও দেয়। চাঁদার টাকা না দিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানার প্রধান ফটকে ড্রাইভার তুহিন মিয়া মালামাল নিয়ে গোলাপগঞ্জে যাওয়া জন্য ট্রাকে মালামাল লোড করছিলেন। খবর পেয়ে ১৬/১৭জন সহযোগীসহ  হীরা এসে বাধা দেয়। এসময় সাব্বির আহমেদ এগিয়ে গেলে তাকে ভয়ভীতি দেখানো হয়। চাঁদার টাকা না দেওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধসহ উৎপাদিত মালামাল বাইরে কোথাও পাঠাতে দেওয়া হবে না বলেও হুমকি দেয় তারা। অন্যথায় সাবিব্বর আহমেদকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়।
এ ঘটনায় সাব্বির আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় হীরাসহ ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে চাদাঁবাজির মামলা করেন। সেই মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত করে সত্যতা পেয়ে বিকেল ৩টার দিকে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান হীরা, মহিউদ্দিন, তাপস দাস, সাজ্জাদ হোসেন ও রনি ভূইয়া নামে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করে।

ওসি মাহমুদুল হাসান বলেন, গ্রেফতারের পর আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এই চাঁদাবাজির মামলার অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 
 এ ব্যাপারে নারায়ণগঞ্জে পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘চাদাঁবাজির করার সময় হাতে নাতে পুলিশ পাঁচ চাঁদাবাজকে গ্রেফতার করেছে। সেখানে গাজী গ্রুপের এমডির পিএস কেউ আছে কিনা তা আমার জানা নেই। আইনের উর্ধ্বে কেউ নন। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।’
 এ ব্যাপারে কথা বলতে গাজী গ্রুপের এমডি গোলাম মতুর্জা পাপ্পার মোবাইলে একাধিক ফোনে দিলেও তিনি তা রিসিভ করেননি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র