X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

নিহতদের সবার বাড়ি ২০০ গজের মধ্যে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৫

স্বজনের আহাজারি নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাহ জামে মসজিদের এসি বিস্ফোরণে হতাহতরা  সবাই একই এলাকার বাসিন্দা। পুরো এলাকা জুড়ে এখন শোকের মাতম বইছে।  ঘরে ঘরে কান্নার রোল।  কারও বাড়ি থেকে কারও বাড়ির দূরত্ব মাত্র  ১০-১৫  গজ দূরে। আবার কারও বাড়ি  ১০০-২০০ গজ দূরে। আবার অনেকে একে অপরের আত্মীয়। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারগুলো। অনেকে চিন্তিত কীভাবে চলবে সংসার, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ। একই এলাকায় একসঙ্গে এত মানুষের মৃত্যু কোনও অবস্থাতেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। তাদের অভিযোগ, তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলা কারণেই ঘটেছে বড় দুর্ঘটনা। তদন্ত কমিটির নামে কালক্ষেপণ না করে দ্রুত প্রকৃত রহস্য উদঘাটন করে যাদের গাফিলতি ও কর্তব্য অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।

স্বজনের আহাজারি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক শামীম হাসানের পরিবারের চলছে কান্নার রোল। দুই মেয়ে এক ছেলের বাবা শামীম হাসানের ওপরে নির্ভর ছিল পুরো পরিবার। বাবাকে হারিয়ে দুই মেয়ে বিলাপ করে কাঁদছেন। আর বলছেন, ‘কীভাবে চলবে সংসার ও পড়াশোনার খরচ।’ রবিবার দুপুর সাড়ে ১২টায় আল্লাহ বড় মসজিদে জানাজা শেষে শামীমের লাশ কবরস্থানে দাফন করা হয়েছে।

শামীম হাসান
বেলা পৌনে ১২টার দিকে চিকিঃসাধীন অবস্থায় মারা গেছেন বিস্ফোরণে দগ্ধ ইতি স্টোরের মালিক মোহাম্মদ আলী। তিন ছেলে এক মেয়ের জনক মোহাম্মদ আলীর ওপরে নির্ভর ছিল পুরো পরিবার। উপার্জনক্ষম বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন পুরো পরিবার। 

মোহাম্মদ আলী

শামীম হাসানের বাড়ি থেকে মাত্র ৩০ গজ দূরে বাড়ি মোহাম্মদ আলীর। সরোজমিনে তার বাড়িতে দেখা যায়, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। ছোট ছেলে তাজুল ইসলাম কাঁদছেন আর বলছেন, ‘দগ্ধ হওয়ার পর বাবা শুধু একটি কথাই বলছিল আমার হাত বুক বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। আমাকে হাসপাতালে নিয়ে যাও। আমাকে হাসপাতালে রেখে একা চলে যেও না। কিন্তু আজ বাবা আমাদের রেখে ঠিকই একা চলে গেছেন পরপারে। আপনার আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের বাবাকে বেহেশতে নসিব করেন।’

স্বজনের আহাজারি
নারায়ণগঞ্জ তল্লা বায়তুল সালাহ জামে মসজিদের ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২০  জনের দাফন হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জের  ১৩  জন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাদা-দাদিসহ প্রয়াত স্বজনদের কবর জেয়ারত করলেন প্রধান উপদেষ্টা
দাদা-দাদিসহ প্রয়াত স্বজনদের কবর জেয়ারত করলেন প্রধান উপদেষ্টা
মোবাইল চুরির সন্দেহে শিশুকে বস্তাবন্দি করে ফেলে হলো নদীতে
মোবাইল চুরির সন্দেহে শিশুকে বস্তাবন্দি করে ফেলে হলো নদীতে
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি ইসরায়েলের
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী