X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

আবারও শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ১৮:০০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৮:০৩

ফাইল ছবি নাব্য সংকটে চ্যানেল বিপর্যয়ের পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে আবারও বন্ধ হলো ফেরি চলাচল। তিন দিন সীমিত আকারে ফেরি চলাচলের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) আবার বন্ধ হয় ফেরি চলাচল।

এদিন কাঁঠালবাড়ী ঘাট থেকে একটি মাত্র ফেরি শিমুলিয়া ঘাটে আসে। তবে শিমুলিয়া ঘাট থেকে সারাদিনে কোনও ফেরি ছেড়ে যায়নি। এর আগে গত ২৭ সেপ্টেম্বর ফেরি চলাচল বন্ধ হয়েছিল এবং ২৮ সেপ্টেম্বর শুরু করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমিত আকারে ফেরি চলে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, সকালে ফেরি কুমিল্লার কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসে। তবে নাব্য সংকটের কারণে তিন ঘণ্টার বেশি সময় লাগে ফেরি আসতে। তাই আর কোনও ফেরি চলেনি। বিকালে ঘাটে শতাধিক যানবাহনকে ফেরির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এর কাছে চ্যানেলের নাব্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে কোনও আপডেট নেই। আমি এখনও ওইদিকে যাইনি।’

এদিকে, ফেরি বন্ধ থাকার কারণে ট্রলারে করে অনেকে মোটরসাইকেল পারাপার করছেন। ভাড়া নিচ্ছে ৫০০ টাকা। তবে, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, পুলিশকে ফাঁকি দিয়ে অনেক সময় ট্রলারে করে মোটরসাইকেল পার করে। কিন্তু, নৌপুলিশের কাছে ধরা পড়লে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। গত সপ্তাহে বেশ কয়েকটি ট্রলারের মাঝিকে জরিমানা করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হাত-পা বেঁধে হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হাত-পা বেঁধে হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন
দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন
অরুণাচলের সীমান্তবর্তী স্থানের চীনা নামকরণ প্রত্যাখ্যান ভারতের
অরুণাচলের সীমান্তবর্তী স্থানের চীনা নামকরণ প্রত্যাখ্যান ভারতের
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর