X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে ও ছুরি মেরে হত্যা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ২১:০০আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাফিয়া বেগম (৭৮) নামে এক বৃদ্ধাকে গালাকেটে ও বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাফিয়া বেগম উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর এলাকার শাহজালাল ভূঁইয়ার স্ত্রী। পরিবারের ধারণা, সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে মাদকসেবী ও জুয়াড়িরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহত সাফিয়া বেগমের নাতনি-জামাই জহিরুল ইসলাম জানান, তিনি সাফিয়া বেগমের নাতনি সোনিয়া আক্তারের জামাই। তার বৃদ্ধ নানা শ্বশুর শাহজালাল ভূঁইয়া ও নানি শাশুড়ি সাফিয়া বেগম জাঙ্গীর গ্রামে নিজ বাড়িতে একটি মাটির ঘরে বাস করতেন। সাফিয়া বেগমের গলায় স্বর্ণের চেইন, হাতে চুড়ি ও কানে দুল পরা ছিল। দুপুর দেড়টার দিকে দুর্বৃত্তরা সাফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে এবং বুকে ছুড়ি মেরে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় পরিবারের সদস্যরা সাফিয়া বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বসুন্ধরা অ্যাপোলো হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জহিরুল ইসলাম আরও জানান, নানা শ্বশুর শাহজালাল ভূঁইয়া ও নানি শাশুড়ি সাফিয়া বেগমের সঙ্গে এলাকার কারও কোনও বিরোধ ছিল না। বাড়ির আশপাশে মাদকসেবী ও জুয়াড়িদের আনাগোনা বেশি ছিল। সাফিয়া বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল পাওয়া যায়নি। তবে, হাতের চুড়ি পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে মাদকসেবী ও জুয়াড়িরা। এদের গ্রেফতার করলেই হয়তো হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে।

এদিকে, স্বামী বৃদ্ধ শাহজালাল ভূঁইয়া এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং ফাঁসির দাবি জানিয়েছেন।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহাবুব বলেন, ‘লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘যেকোনও মূল্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা