X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পদ্ম ফুলে অপরূপ ‘মধুখালী বাঁওড়’

ফরিদপুর সংবাদদাতা
২৯ এপ্রিল ২০২১, ২৩:১৯আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২৩:১৯

কেউ বাঁওড় পাড়ের গাছতলায় বসে উপভোগ করছেন এ সৌন্দর্য। আবার অনেকেই নৌকায় চড়ে পুরো বাঁওড়টি ঘুরে দেখছেন। যতদূর দৃষ্টি যায় শুধুই পদ্ম ফুল। করোনাকালীন এ দৃশ্য মনকে প্রফুল্ল করে তুলেছে। তাই প্রাকৃতিক সৌন্দর্য পিপাষু ও প্রকৃতিপ্রেমীদের কাছে নতুন ঠিকানা ফরিদপুরের মধুখালী উপজেলার পুরান মধুখালী বাঁওড়।

অপরূপ দৃশ্য দেখে বিমোহিত এলাকার মানুষ। উপজেলার পুরান মধুখালীর পদ্মবাওড় ভালো লাগার আবেশ সৃষ্টি করেছে। বাঁওড়টি ভ্রমণে যেন মনপ্রাণ জুড়াচ্ছে মানুষের। এখানে জলজ ফুলের রানী পদ্ম প্রাকৃতিকভাবেই বেড়ে উঠে মেলে ধরেছে আপন সৌন্দর্য। এতদিন অনেকটাই লোকচক্ষুর অন্তরালে ছিল বাঁওড়টি। চারদিকে শুধু পদ্ম আর পদ্ম। বিস্তীর্ণ এলাকাজুড়ে এ পদ্ম দেখলে মন-প্রাণ জুড়িয়ে যায়। বাঁওড়জুড়ে পদ্মফুলের এমন অপরূপ সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের মনকে যেন নাড়া দেয়।

পদ্ম ফুলে অপরূপ ‘মধুখালী বাঁওড়’

বাঁওড়ে ডিঙ্গি নৌকায় ঘুরতে ঘুরতে হঠাৎ মনে পড়তে পারে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি- ‘মামা বাড়ির মাঝি নাদের আলি বলেছিল, বড় হও দাদাঠাকুর/তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব/সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে’।

পড়ন্ত বিকেলে ফুলের সঙ্গে সূর্য আপনার মনের কাব্যিকতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। আশপাশের মানুষজন প্রবল উৎসাহে ডিঙ্গি নৌকা দিয়ে ঘুরছে বাঁওড়ে।

স্থানীয় বাসিন্দা মো. লোকমান জানান, বাঁওড়টিতে প্রচুর মাছ হয়। অনেকের জীবন-জীবিকা নির্ভর করে এর উপর। কিন্তু এখন ফুল ফোটার পর থেকে বাঁওড়টি ধীরে ধীরে আরও পরিচিত হয়ে উঠেছে। ইতোমধ্যে পদ্মের সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন বাঁওড়ে আসতে শুরু করেছে দর্শনার্থী। সরকারি-বেসরকারি পর্যায়ে যথাযথ পদক্ষেপ নিলে সৌন্দর্যও বিকশিত হয়ে উঠতে পারে পর্যটনের অন্যতম স্থান।

বিভিন্ন স্থান থেকে বাঁওড়ে ভ্রমণে আসা দর্শনার্থীদের মধ্যে স্বপ্না আমিন জানান, বাঁওড়টিতে পদ্ম ফুলের কথা শুনে ঘুরতে এসেছি। অনেক সুন্দর একটি জায়গা। অনেক পদ্মফুল। পৌরশহরের নিকটে এত সুন্দর একটা জায়গা আছে, না এলে বুঝতে পারতাম না।

পদ্ম ফুলে অপরূপ ‘মধুখালী বাঁওড়’

মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন জানান, করোনাকালীন সময়ে প্রকৃতির উপর মানুষের কড়া শাসন থেকে মুক্ত হয়ে প্রকৃতি যেন তার আপন মহিমায় নিজেকে মেলে ধরেছে। বাঁওড়ে এসে পদ্মফুলের শোভায় মানুষ অনেকটাই বিমোহিত। প্রকৃতির এমন সৌন্দর্য যেন শ্রীহীন না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে অনুরোধ জানান স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। এ ছাড়াও সৌন্দর্য ধরে রাখার পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানান। তিনিও এ বিষয়ে ভূমিকা রাখবেন বলেও জানান।

পদ্ম ফুলে অপরূপ ‘মধুখালী বাঁওড়’

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার বলেন, পুরান মধুখালী বাঁওড় মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণে সর রকমের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। বাঁওড়ের সৌন্দর্য রক্ষায় দর্শনার্থীদের বিল ভ্রমণ সহজ ও সুন্দর করতে প্রশাসন সচেষ্ট থাকবে।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে: পরশ
শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে: পরশ
গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবি পার্টির
গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবি পার্টির
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি