X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জাতীয় পরিচয়পত্র দেখিয়েই মিলছে টিকা

গাজীপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ১৪:০০আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৪:০০

কোনও রেজিস্ট্রেশন ছাড়াই শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে করোনা প্রতিরোধী টিকা পাচ্ছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। রবিবার (১৮ জুলাই) প্রথমদিনে চারটি কারখানার প্রায় ১২ হাজার শ্রমিককে টিকা দেওয়া হচ্ছে। সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় তোষকা ডেনিম কারখানায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

তোষকা কারখানার সুপারভাইজার ওবায়দুর হক বলেন, সহজে টিকা দিতে পেরে ভালো লাগছে। আমি আগেও চেষ্টা করেছিলাম টিকা নেওয়ার জন্য, কিন্তু রেজিস্ট্রেশনের ঝামেলার কারণে টিকা নিতে পারিনি। 

একই কারখানার নারী শ্রমিক ফাতেমা আক্তার বলেন, টিকা দিয়েছি এখন গ্রামে ঈদ করতে যাওয়ায় আর সমস্যা হবে না। নিজেও সুস্থ থাকবো পরিবারের সবাইকেও সুস্থ রাখতে পারবো। কারখানায় এসে পোশাক শ্রমিকদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করার জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি। 

জাতীয় পরিচয়পত্র দেখিয়েই মিলছে টিকা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, করোনা সংক্রমণরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পর্যায়ক্রমে সব পোশাক শ্রমিকদের টিকা দেওয়া হবে। তবে টিকা গ্রহণের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, সরকারি সিদ্ধান্তে গাজীপুরের পোশাক শ্রমিকদের করোনার টিকা দেওয়া হচ্ছে। এজন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। গাজীপুরে একসঙ্গে চারটি পোশাক কারখানায় শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে টিকাদান শুরু হয়েছে। কারখানাগুলো হচ্ছে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ী এলাকায় তোষকা গ্রুপের দুটি ও ভোগড়া এলাকার রোজভ্যালি।

গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন, তোষকা ডেনিমসের পরিচালক ফিরোজ আহমেদ, মার্কস অ্যান্ড স্পেন্সারের বাংলাদেশ হেড অব কান্ট্রি স্বপ্না ভৌমিক, কান্ট্রি ডিরেক্টর, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রামেশ সিং প্রমুখ।

 

/টিটি/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ