X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ, বৃষ্টিতে ভোগান্তি (ভিডিও)

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১৬:০৮আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৬:১৭

করোনার সংক্রমণ ঝুঁকি নিয়েই ঈদে বাড়ি ফিরছে মানুষ। ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়ায় ফেরিঘাটে। সোমবার (১৯ জুলাই) দুপর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। ঘাট এলাকায় দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে না। তবে বৃষ্টির কারণে ভোগান্তি বেড়েছে সাধারণ যাত্রীদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথ হয়ে গ্রামের বাড়ি ফেরেন। এ কারণে পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। প্রয়োজনীয় সংখ্যক ফেরি চলাচল করায় এসব যাত্রীদের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথ পাড়ি দিতে খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি। তবে দুপুরের বৃষ্টিতে ভোগান্তি বাড়ে যাত্রীদের। অনেককে ভিজে ফেরিতে উঠতে দেখা গেছে। 


 
সরেজমিনে ঘাট এলাকায় দেখা গেছে, সকালে পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কম থাকলেও দুপুরে চিত্র পাল্টে যায়। বেলা ১২টার দিকে যাত্রীবাহী বাস ও যাত্রী বাড়ে। রাজধানী ছেড়ে আসা মানুষ দূরপাল্লার বিভিন্ন পরিবহনের বাসে পাটুরিয়া ঘাট এলাকায় জড়ো হচ্ছেন। এসব বাসগুলোকে ফেরির টিকিটের জন্য আধাঘণ্টা থেকে এক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া লোকালবাসে করেও পাটুরিয়া ঘাটে আসছেন যাত্রীরা। এসব যাত্রীদের বৃষ্টিতে ভিজে কিছুটা পথ পায়ে হেঁটে গিয়ে ফেরি ও লঞ্চে উঠতে দেখা গেছে। 

মোটরসাইকেলে করেও স্ত্রী ও শিশুসন্তান নিয়ে অনেককে বাড়ি ফিরতে দেখা গেছে। এসব যাত্রীরা বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েন। 

জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামিউল হক বলেন, গতকালের চেয়ে সোমবার সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। বেলা ১২টা পর্যন্ত পাটুরিয়া প্রান্তে অর্ধশত যাত্রীবাহী বাস ও শতাধিক ব্যক্তিগত গাড়ি পারের অপেক্ষায় ছিল। এছাড়া দুই শতাধিক পণ্যবাহী গাড়িও ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে নদী পারাপারের বাসের চাপ কম থাকলেও যাত্রীর চাপ রয়েছে। লোকাল বাসে করে অধিকাংশ যাত্রী পাটুরিয়া আসছেন বলে জানান তিনি।
 
পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট দিয়ে ব্যক্তিগত বিভিন্ন গাড়ি পারাপার করা হচ্ছে। ঘাটের অদূরে আরসিএল চার রাস্তার মোড় থেকে পুলিশ এসব গাড়িগুলো ঘুরিয়ে নালী সড়ক দিয়ে পাঁচ নম্বর ঘাটে পাঠাচ্ছে। পাঁচ নম্বর ঘাট এলাকায় এসব গাড়িগুলোকে ফেরিতে উঠতে এক ঘণ্টার মতো অপেক্ষায় থাকতে হচ্ছে। লঞ্চেও যাত্রীদের অনেকে নদী পার হচ্ছেন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২২টি লঞ্চ চলাচল করছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তার ওপর যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলেও জানান তারা।
 
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রী ও যানবাহন বাড়লেও পারাপারে যাত্রীদের সমস্যা হবে না বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
সাওল হার্ট ও লাইফস্টাইল ১৯তম জাতীয় সেমিনার ৩১ মে
সাওল হার্ট ও লাইফস্টাইল ১৯তম জাতীয় সেমিনার ৩১ মে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে