X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

১৫০০ টাকায় ফেরিঘাট থেকে গাজীপুর!

মানিকগঞ্জ প্রতিনিধি 
২৬ জুলাই ২০২১, ১২:২৫আপডেট : ২৬ জুলাই ২০২১, ১২:২৫

করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের চতুর্থ দিন সোমবার (২৬ জুলাই) পাটুরিয়া ফেরিঘাট হয়ে সাধারণ মানুষের ঢাকায় ফেরা অব্যাহত আছে। সাধারণ মানুষের ঢল ফেরাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি চৌকি বসিয়েও কোনও লাভ হয়নি। পায়ে হেঁটে তল্লাশি চৌকি এড়িয়ে কিছু দূর গিয়ে আবার রিকশা-ভ্যান ও ইজিবাইক কিংবা মোটরসাইকেলে চেপে গাজীপুর ও ঢাকার বিভিন্ন গন্তব্যে পৌঁছাচ্ছেন তারা। আর এক্ষেত্রে যাত্রীদের দিতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।  

সরেজমিন গিয়ে দেখা যায়, পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, রিকশা-ভ্যান ও ইজিবাইকে করে ভেঙে ভেঙে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে আসছে ঢাকামুখী মানুষের স্রোত। তবে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের তল্লাশি চৌকির আগে সদর উপজেলা পরিষদ চত্বরের পাশে এসব যানবাহন থেকে নেমে হেঁটে বাসস্ট্যান্ড এলাকার পূর্ব পাশে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে আসছেন যাত্রীরা। এরপর সেখান থেকে রিকশা-ভ্যানসহ ছোট ছোট যানবাহনে নয়াডিঙ্গি পর্যন্ত যাচ্ছেন তারা। 

ঘাট এলাকায় যাত্রী ও মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, একজন যাত্রী নিয়ে গাবতলী যেতে মোটরসাইকেলে ভাড়া নেওয়া হচ্ছে ১০০০ থেকে ১৫০০ টাকা।  মোটরসাইকেলে নবীনগর পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। প্রাইভেটকারে গাবতলীর ভাড়া জনপ্রতি নেওয়া হচ্ছে ৬০০ টাকা। নবীনগরের ভাড়া ৪০০ টাকা। বিকল্প কোনও ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষকে।

ঘাট এলাকায় ঢাকামুখী মানুষের ঢল মোটরসাইকেল চালক সাঈদ হোসেন (৩৫) জানালেন, সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি রয়েছে। এজন্য বিভিন্ন গ্রামীণ সড়ক ব্যবহার করে যেতে হয়।  

কথা হয় পোশাক শ্রমিক মাসুম সোবহানের (৩৭) সঙ্গে। মা-বাবার সঙ্গে ঈদ করতে গ্রামে গিয়েছিলেন। কারখানা বন্ধ থাকলেও আশুলিয়ায় বাসায় স্ত্রী ও সন্তান রয়েছে। তাই পথে পথে নানা বাধা-বিপত্তির মাথায় নিয়েই ফরিদপুর থেকে তিনি যাচ্ছিলেন গাজীপুরে। পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছে পড়েন যানবাহন সংকটে। পরে চেপে বসেন মোটরসাইকেলে। এজন্য তাকে গুনতে হয়েছে ১০০০ টাকা।

ফরিদপুরের বোয়ালমারীর ইউছুফ আলী (৪৫) জানান, তিনিসহ আরও চার জন যাবেন গাজীপুর। উত্তরার আব্দুল্লাহপুর পর্যন্ত জনপ্রতি গুনতে হচ্ছে ৬০০ টাকা করে। সেখান থেকে অন্য যানবাহনে যাবেন গাজীপুরে। এমন দৃশ্যই এখন চোখে পড়ে পাটুরিয়া ঘাটে।

ঢাকামুখী যাত্রীর ঢল জেলা শহরে বেড়েছে চলাচল: ঈদের পর রবিবার (২৫ জুলাই) ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ায় জেলা শহরে সকাল থেকে মানুষজনের আনাগোনা বেড়েছে। এ কারণে শহরের বিভিন্ন সড়কে রিকশা, রিকশা-ভ্যান ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবুল হোসেন গাজী বলেন, লকডাউনের আওতাভুক্ত কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। কোনও যানবাহন চলাচল করলে আটক করা হচ্ছে। এসব যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে বলেও জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯০, আহত ১১৮২ জন
এবার ঈদে পদ্মা ও যমুনা সেতুতে ৬০ কোটি টাকার টোল আদায়
‘এবারের ঈদযাত্রা খুব খারাপ হয়নি’
সর্বশেষ খবর
কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত
কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত
সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত: আলী রীয়াজ
সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত: আলী রীয়াজ
বিচারকের সঙ্গে খারাপ আচরণ: আপিলের শর্তে জামিন পেলেন আইনজীবী
বিচারকের সঙ্গে খারাপ আচরণ: আপিলের শর্তে জামিন পেলেন আইনজীবী
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার