X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে নিহত ১

শরীয়তপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ১৬:৪৯আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৬:৫২

শরীয়তপুরে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার জন। মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে সদর পৌরসভার ২নং ওয়ার্ডের কুরাইশি এলাকার প্রেমতলা-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণশ্রমিক হলেন- সদর উপজেলার পৌরসভা ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকার মৃত মনির বেপারির ছেলে নয়ন বেপারি (৩৫)। আহতরা হলেন- স্বর্ণঘোষ এলাকার রহমান হাওলাদারের ছেলে দেলোয়ার হাওলাদার (৩৬), ছাদেম সরদারের ছেলে মজিবুর সরদার (৬০), আবুল শিকদারের ছেলে আবু তাহের (৪০) ও সদর পৌরসভা ধানুকা এলাকার গোলাপ খানের ছেলে ছবেদ খান (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দীর্ঘদিন ধরে প্রেমতলা-নড়িয়া সড়কের কালভার্টের নির্মাণ কাজ চলছে। বিকল্প সড়ক নির্মাণ না করেই এম এম বিলডার্স ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার উপর বালুর বস্তা ফেলে অস্থায়ী ভিত্তিতে বেইলি সেতুর পাটাতান বসিয়ে দেয়। এই পাটাতনের উপর দিয়েই চলছিল যানবাহন। 

নির্মাণশ্রমিকরা ট্রাকের নিচে পড়েন

আজ সকালে পঞ্চগড় থেকে একটি ট্রাক পাথর নিয়ে নড়িয়ার দিকে যাচ্ছিল। নিমার্ণাধীন ওই কালভার্টটি পার হওয়ার সময় পাটাতান ভেঙে ট্রাকটি খাদে পড়ে। এ সময় ট্রাকের নিচে পড়েন নির্মাণশ্রমিকরা। ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় নয়নকে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, এ ব্যাপারে থানায় এখনও কোনও মামলা হয়নি। থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আমজাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল বেপারি বলেন, সব সেতু নির্মাণের সময় পাশ দিয়ে ডাইভেশন করে থাকে। কিন্তু এটা করার সময় কোনও ডাইভেশন করা হয়নি। ব্রিজের উপর দিয়ে অস্থায়ী ভিত্তিতে পাটাতন বসিয়ে দেওয়া হয়েছে। কয়েক দিন আগে সামনে আরেকটি সেতুর একই ভাবে কাজ চলছে। সেখানেও দুর্ঘটনায় একজন মারা গেছেন।

শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, গাড়ি ওভারলোড হওয়াতে এ দুর্ঘটনা ঘটে। এতে সড়ক ও জনপদ বিভাগের কোনও ত্রুটি ছিল না। ওভারলোড করার দায়ে সড়ক আইনে যে ধারা আছে, গাড়ির চালকের বিরুদ্ধে সে ধারায় মামলা করা হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দীপ ঘরাই জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। নিহতের পরিবারের খোঁজ খবর নিচ্ছি এবং যারা আহত হয়েছে হাসপাতালে গিয়ে তাদেরও খোঁজ-খবর নিয়েছি। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে। দুর্ঘটনার কারণ সম্পর্কে জেলা প্রশাসককে লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি