X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

দীর্ঘদিন পর এসেও বিদ্যালয়ে ক্লাস করতে পারলো না তারা

টাঙ্গাইল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৫

টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের মেঝেতে বেশ কয়েকদিন ধরে বন্যার পানি জমে আছে। এ পরিস্থিতির মধ্যে বিদ্যালয় খুললেও শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার অবস্থা নেই।। তাই বাধ্য হয়ে বিদ্যালয়ের পাশের বাড়ির উঠান ও ঘরে বসিয়ে ক্লাস নিয়েছেন শিক্ষকরা। 

স্থানীয়রা জানায়, বর্ষা মৌসুমে অল্প পানিতেই বাসাইল উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, বাড়ি ও বিদ্যালয় ডুবে যায়। উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫২টির মাঠ ও শ্রেণিকক্ষে পানি। এ ছাড়া ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের মাঠে-শ্রেণিকক্ষে পানি ঢুকেছে। এর মধ্যে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের মেঝেতে পানি থাকায় দুইটিতে দ্বিতীয় তলায় ও বিকল্প হিসেবে অপরটির পাঠদান চলছে পাশের বাড়ির উঠানে ও ঘরে।

বাধ্য হয়ে বিদ্যালয়ের পাশের বাড়ির উঠানে ও ঘরে ক্লাস নেন শিক্ষকরা

রাশড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা আক্তার বলেন, বিদ্যালয়ের মেঝেতে এখনও দুই থেকে আড়াই ফুট পানি জমে আছে। সেখানে পাঠদান করানোর মতো অবস্থা নেই। তাই বিকল্প হিসেবে বিদ্যালয় সংলগ্ন আব্দুল কাদেরের বাড়িতে প্রথম দিনের পাঠদান সম্পন্ন করেছি। বন্যার পানি নেমে গেলে শ্রেণিকক্ষেই পাঠদান করানো হবে।’

তিনি আরও বলেন, প্রথম দিনে পঞ্চম ও তৃতীয় শ্রেণি ছাড়াও অন্য ক্লাসের শিক্ষার্থীরাও এসেছিল। এেই বিদ্যালয়ে ১১০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে প্রায় ৩৫ জন এসেছিলো। সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের ক্লাস নেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে মাস্ক দেওয়া হয়। হ্যান্ড স্যানিটাইজারসহ সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা ছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল বলেন, বাসাইলে ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পাঠদান শুরু হয়েছে। তবে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের মেঝেতে পানি থাকায় দুইটিতে দ্বিতীয় তলায় এবং বিকল্প হিসেবে অপরটির পাঠদান সম্পন্ন হয়েছে পাশের বাড়ির উঠানে ও ঘরে।

বিদ্যালয়ে বন্যার পানি, তাই বাড়ির উঠানে পাঠদান

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান বলেন, বাসাইলে মোট ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ রয়েছে। সবগুলোতেই প্রথম দিন পাঠদান সম্পন্ন হয়েছে। তবে এর মধ্যে প্রায় ১৫টি বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি থাকায় কয়েকটিতে আংশিকভাবে পাঠদান করানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আলী আহসান বলেন, টাঙ্গাইলের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়েই প্রথম দিনের পাঠদান সম্পন্ন হয়েছে। তবে বাসাইল উপজেলার একটি বিদ্যালয়ের মেঝেতে এখনও পানি থাকায় বিদ্যালয় সংলগ্ন পাশের বাড়িতে পাঠদান করানো হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম বলেন, বাসাইলে সবগুলো মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে প্রথম দিন পাঠদান সম্পন্ন হয়েছে। আমি নিজেই একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। কোথাও কোনও সমস্যা নেই।

/এসএইচ/
সম্পর্কিত
নামেই শুধু সরকারি কলেজ, নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম
মুহুরী নদীর পানি নামতে শুরু করলেও এখনও সংকট কাটেনি
প্রাথমিক শিক্ষার ঘাটতি কখনও পূরণ হয় না: ডা. বিধান রঞ্জন
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা