X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইভ্যালির গ্রাহকের পণ্য রাতের আঁধারে খোলা বাজারে বিক্রির অভিযোগ

সাভার প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ২০:১৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২০:২০

ইভ্যালির মালিক মো. রাসেল গ্রেফতার হওয়ার পরদিন প্রতিষ্ঠানটির প্যাকেজিংয়ের দায়িত্বে থাকা মোজাম্মেল এবং তার শ্যালক জাহাঙ্গীরসহ একটি চক্রের বিরুদ্ধে গ্রাহকের পণ্য বিক্রির এই অভিযোগ উঠেছে। প্রায় কোটি টাকা মূল্যের ওই পণ্য পাইকারি দরে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে বলে সোমবার অভিযোগ করেন গ্রাহকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ইভ্যালির মালিক গ্রেফতার হওয়ার পরের দিন রাতে ওয়্যার হাউজ থেকে বেশ কিছু গ্রাহকের পণ্য সরিয়ে নেওয়া হয়। সেগুলো সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় প্যাকেজিং সেকশনের মোজাম্মেলের শ্বশুর এজাজের বাড়িতে আনা হয়। এর পরদিন রাতে আবারও গাড়িতে করে দ্বিতীয় দফায় ওয়্যার হাউজ থেকে ওই বাড়িতে মালামাল নিয়ে আসা হয় ।

এদিকে শ্বশুরবাড়িতে গ্রাহকের পণ্য নিয়ে আসার খবর পেয়ে গত শনিবার দুপুরে গ্রাহক আহাদ আহমেদসহ ১০-১৫ জন গ্রাহক ওই বাড়িতে জড়ো হন। তারা অর্ডার করা মালামাল বুঝে নিতে চাইলে মোজাম্মেল এবং তার শ্যালক তাদের কাছে একদিন সময় চান। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্রাহকদের পণ্য ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন তারা।

এদিকে পরদিন রবিবার দুপুরের পর থেকে মোজাম্মেলের মোবাইল ফোন বন্ধ পেয়ে তার বাড়িতে গিয়ে মোবাইল ফোনসহ ইলেকট্রনিক্স পণ্যগুলো আর দেখতে পাননি গ্রাহকরা।

গ্রাহক আহাদ জানান, তারা খবর পেয়ে মোজাম্মেলের শ্বশুরবাড়িতে গিয়ে বেশ কিছু কার্টনে মোবাইল ফোন দেখতে পান। সেখানে শাওমি ও রিয়েলমি ব্র্যান্ডের দামি ফোন দেখতে পান তারা। সেখানে প্রায় ৫০০টি ফোন রয়েছে। বাজারে ওই সেগুলোর প্রতিটির পাইকারি মূল্য ২০ হাজার টাকার ওপরে।

সাভারের মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি সূত্র থেকে জানা গেছে, সাভারে ব্যবসায়ীরা পাইকারিভাবে বিভিন্ন ফোন কিনে থাকেন। শনিবার ও রবিবার পূর্বহাটি এলাকা থেকেও রিয়েলমি ব্র্যান্ডের ৫০০ মোবাইল ফোন কেনা হয়েছে। যার প্রতিটির বাজার মূল্য ২০ হাজার টাকার বেশি।

এ বিষয়ে জানতে ইভ্যালির প্যাকেজিংয়ের দায়িত্বে থাকা মোজাম্মেলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে তার ভাইরা মো. নিল চান বলেন, ‘গ্রেফতার হওয়ার রাতে কিছু মালামাল বাসায় নিয়ে আসা হয়। সেগুলোর মধ্যে কিছু মোবাইল ফোন, হেড ফোন, মোবাইল পার্টসসহ ইলেকট্রনিক্স পণ্য ছিল। সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য বাসায় নিয়ে আসা হয়েছিল। পরে সেখান থেকে কিছু পণ্য ডেলিভারি দেওয়া হয়। ইভ্যালির মালিক রাসেলের ভাই হাসানের নির্দেশেই এখানে ওই মালামাল নিয়ে আসা হয়েছে। শনিবার রাতে ১০-১৫ জন লোক এসে গ্রাহক পরিচয় দিয়ে মালমাল চাইলে তাদের ইভ্যালি ওয়্যার হাউজে গিয়ে তা সংগ্রহ করার পরামর্শ দিই। এদিকে রবিবার দুপুর ৩টার দিকে ওই মালামাল পুনরায় ওয়্যার হাউজে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, তবে তাদের বাড়িতে আসা কয়েকজন গ্রাহক মাল ফেরত চাইলে না দেওয়ায় তারা মিথ্যা কথা ছড়িয়েছে। ঘটনার সময় তিনি ওই বাড়িতে ছিলেন। এছাড়াও পরবর্তী সময়ে তাদের বাড়িতে আসা গ্রাহকদের ওয়্যার হাউজে যাওয়ার পরামর্শ দিলেও তারা সেখানে যাননি।

 

 

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সোমবার দুই ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ