X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ট্রেনের ধাক্কায় জমিতে প্রাইভেটকার, ঢাবির সাবেক শিক্ষক নিহত

গাজীপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২১, ২৩:১৪আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২৩:১৪

গাজীপুরের কালীগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম খাঁন (৭২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী যুগ্ম সচিব (ওএসডি) দিল জুয়ারা খানম (৫৬) এবং প্রাইভেটকার চালক সোলেমান (৩২) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলওয়ে সড়কের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নলছাটা এলাকার রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ধ্যায় নলছাটা এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি পাশের নিচু জমিতে পড়ে যায়। পরে স্থানীয়রা ঢাবির সাবেক শিক্ষক আব্দুর রহিম খাঁন, যুগ্ম সচিব জুয়ারা খানম এবং চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ঢাবির সাবেক শিক্ষককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহত আব্দুর রহিম খাঁন ও আহত যুগ্ম সচিব দিল জুয়ারা খানম রাজধানী ঢাকার মিরপুর ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে থাকেন। ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা যুগ্ম সচিব দিল জুয়ারা খানমকে ২০১৭ সালের ১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বেচ্ছায় আবসরে পাঠানো হয়। আহত চালক বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর গ্রামের এনছের আলী সরদারের ছেলে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই শিক্ষককে মৃত ও বাকি দুই জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
পাকিস্তানে বৃষ্টিতে মৃত্যু ২২
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ