X
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
২৪ অগ্রহায়ণ ১৪৩০

মানিকগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৫:১৮আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৫:২৪

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গণপিটুনিতে আতোয়ার রহমান (৩৫) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী বলছে, ওই ব্যক্তি ডাকাতি করতে এসেছিলেন। তবে পুলিশ বলছে, চুরি করতে এসেছিলেন তিনি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, এটা ডাকাতি নয়, চুরির ঘটনা। তিন জন চুরি করতে এসেছিল। ধরা পড়ার পর গ্রামবাসীর পিটুনিতে একজন মারা গেছে। এ ঘটনায় গ্রামের তিন জন আহত হয়েছেন।

আহতরা হলেন-বকচর গ্রামের অটল চক্রবর্তী এবং তাঁর স্ত্রী শিপ্রা রানি চক্রবর্তী ও মা গীতা রানি চক্রবর্তী। তাদেরকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কাজী এ কে এম রাসেল এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ৫-৬ জন ডাকাত বকচর গ্রামের অটল চক্রবর্তী বাড়িতে হানা দেয়। এ সময় অটল চক্রবর্তী, তার স্ত্রী ও মায়ের হাত-পা বেঁধে মারধর শুরু করে তারা। এরপর স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দুই ডাকাত সদস্যকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

স্থানীয় মহাদেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী মোল্লা বলেন, ঘটনার পর গ্রামবাসী দুই ডাকাত সদস্যকে আটক করে পিটুনি দেয়। এতে আতোয়ার রহমান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আজ সকালে লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া আটক ডাকাত সদস্য লিটন শেখকে (৩৫) পুলিশে সোপর্দ করে।

ওসি ফিরোজ কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ  ঘটনায় তদন্ত চলছে। আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিনের বেলায় ব্যাংকে চুরি, চোরদের পিটুনি দিয়ে পুলিশে
নারায়ণগঞ্জে ছিনতাইকালে পিটুনিতে যুবকের মৃত্যু
নোয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত
সর্বশেষ খবর
নেপালে বাংলাদেশের দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
নেপালে বাংলাদেশের দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
ডিজিটাল মাধ্যম ও মার্কেটিংয়ে উদ্ভাবনী সমাধানকে সুদৃঢ় করতে ডিজিটাল সামিট অনুষ্ঠিত
ডিজিটাল মাধ্যম ও মার্কেটিংয়ে উদ্ভাবনী সমাধানকে সুদৃঢ় করতে ডিজিটাল সামিট অনুষ্ঠিত
ফি‌লি‌স্তি‌নে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লা‌খো মানুষের বিক্ষোভ
ফি‌লি‌স্তি‌নে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লা‌খো মানুষের বিক্ষোভ
পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেলো ৬ কোটি ৩২ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেলো ৬ কোটি ৩২ লাখ টাকা
সর্বাধিক পঠিত
একাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনএকাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
বাংলাদেশে উৎপাদন হলো বিশ্বসেরা কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
বাংলাদেশে উৎপাদন হলো বিশ্বসেরা কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি