X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৫:১৮আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৫:২৪

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গণপিটুনিতে আতোয়ার রহমান (৩৫) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী বলছে, ওই ব্যক্তি ডাকাতি করতে এসেছিলেন। তবে পুলিশ বলছে, চুরি করতে এসেছিলেন তিনি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, এটা ডাকাতি নয়, চুরির ঘটনা। তিন জন চুরি করতে এসেছিল। ধরা পড়ার পর গ্রামবাসীর পিটুনিতে একজন মারা গেছে। এ ঘটনায় গ্রামের তিন জন আহত হয়েছেন।

আহতরা হলেন-বকচর গ্রামের অটল চক্রবর্তী এবং তাঁর স্ত্রী শিপ্রা রানি চক্রবর্তী ও মা গীতা রানি চক্রবর্তী। তাদেরকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কাজী এ কে এম রাসেল এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ৫-৬ জন ডাকাত বকচর গ্রামের অটল চক্রবর্তী বাড়িতে হানা দেয়। এ সময় অটল চক্রবর্তী, তার স্ত্রী ও মায়ের হাত-পা বেঁধে মারধর শুরু করে তারা। এরপর স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দুই ডাকাত সদস্যকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

স্থানীয় মহাদেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী মোল্লা বলেন, ঘটনার পর গ্রামবাসী দুই ডাকাত সদস্যকে আটক করে পিটুনি দেয়। এতে আতোয়ার রহমান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আজ সকালে লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া আটক ডাকাত সদস্য লিটন শেখকে (৩৫) পুলিশে সোপর্দ করে।

ওসি ফিরোজ কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ  ঘটনায় তদন্ত চলছে। আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
পাবনায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা