X
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
২১ অগ্রহায়ণ ১৪৩০

বাংলা কবিতা দিবস উপলক্ষে গাজীপুরে বইমেলা

গাজীপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ১৮:৪২আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৮:৪২

বাংলা কবিতা দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলার নয়নপুরের কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়।

বইমেলা ছাড়াও আয়োজন করা হয় স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার প্রদান, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের। সকালে বইমেলা উদ্বোধন করেন বিশিষ্ট সংস্কৃতিজন লিয়াকত চৌধুরী। পায়রা উড়িয়ে বাংলা কবিতা দিবসের উদ্বোধন করেন কবি বকুল আশরাফ।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও শিশু সংগঠক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকের চোখে ‘স্বপ্নের স্কুল’; বইয়ের মোড়ক উন্মোচন করেন কচি-কাঁচা একাডেমির প্রধান শিক্ষক আফরোজা খানম। 

ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের গ শ্রেণির শিক্ষার্থী জেরিন তাসনিমের হাতে সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার তুলে দেন কবি সাযযাদ কাদিরের সহধর্মিনী আফরুনা বাবলী।

ভাওয়াল বদরে সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকরের সঞ্চালনায় ‘সাম্প্রদায়িকতা প্রতিরোধে কবিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা করেন কবি হাসিদা মুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী ও কবি অধ্যাপক ডা. হাফিজ উদ্দিন আহমেদ।

ঢাকাসহ সারাদেশ থেকে অর্ধশতাধিক কবির অংশগ্রহণে বাংলা কবিতা দিবসের এই আয়োজন এলাকার শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। দেশের ১৩টি প্রকাশনা প্রতিষ্ঠানসহ কবিরা নিজেদের প্রকাশিত নানান বই নিয়ে মোট ১৫টি স্টল নিয়ে বইমেলায় অংশগ্রহণ করেন।

বাংলা কবিতা দিবসে কবিতা আবৃত্তি করেন অমূল্য সরকার অমল, মো. এনামুল হক,নজরুল ইসলাম ওরফে এন আই বাবু, রেহানা সুলতানা, গোলাম রব্বানী টুপুল, মো. সাদিয়ার রহমান, কামরুল আকন্দ, গোলাপ আমিন, শফিকুল ইসলাম তুষার, হাসান কামরুল, আনোয়ার হোসেন নবীন, কবি লুৎফর রহমান স্বদেশী, মাহমু মৌসুম, বকুল আশরাফ, হাসিদা মুন, নাইসুর রহমান, মোছা. উম্মে হাবিবা, মোহাম্মদ আবু হানিফা, মো. রাজিবুল আলম, মো. আশরাফুল আলম, মেজবাহ উদ্দিন, নাসরীন বীণা, হাফিজ উদ্দীন আহমদ, হাসনা হেনা, মোস্তফা কামাল রনি, জাহাঙ্গীর হোসাইন, ইসমাইল জুমেল, মাশরুরা লাকী, মো. সুজাউল করিম, মো. লুৎফর রহমান, সানজিদা জাহান খান, আব্দুল আলীম,রাকিব মাহমুদ, রুদ্র হাসান, মো. আতোয়ার রহমান, মিঠুন সিদ্দিকী, শাহিদা ফেন্সী,স্বপন রেজা, রুকসানা রহমান, জাফর রেজা, মো. ফরিদ উদ্দিন সোহেল, শাহান শাহাবুদ্দিন, আহমমাদ আলী, শিমুল আক্তার, তাহমিনা বেগম ও শাহের বানু।

উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক, কবি সাযযাদ কাদির ২০০৪ সনে বাংলা কবিতা দিবসের প্রবর্তন করেন। ২০১৫ সাল থেকে গাজীপুর সদর উপজেলার নয়নপুরে নিয়মিত এই দিবসটি পালন করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবসখুলনা বিশ্ববিদ্যালয়কে স্মার্ট হিসেবে গড়ে তোলার প্রত্যাশা
রেল দিবস আজ৪৮ জেলায় রেল, ৬৪ জেলাকে যুক্ত করতে মাস্টারপ্ল্যান
ব্রিটিশ-বাংলাদেশি নতুন প্রজন্মকে ৭২-এর সংবিধানের ওপর গবেষণা করার আহ্বান
সর্বশেষ খবর
গাইবান্ধায় আ.লীগের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
গাইবান্ধায় আ.লীগের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
আ.লীগের সঙ্গে জাপা নেতাদের ৩ দফায় বৈঠক, যা জানা গেলো
আ.লীগের সঙ্গে জাপা নেতাদের ৩ দফায় বৈঠক, যা জানা গেলো
চালককে মারধর করে পিকআপভ্যানে আগুন, পুড়ে মরলো কয়েকশ মুরগির বাচ্চা
চালককে মারধর করে পিকআপভ্যানে আগুন, পুড়ে মরলো কয়েকশ মুরগির বাচ্চা
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ বন্ধুর
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ বন্ধুর
সর্বাধিক পঠিত
ড্রাগন ফল নিয়ে বিভ্রান্তি
ড্রাগন ফল নিয়ে বিভ্রান্তি
আজকের আবহাওয়া: ভারী বর্ষণ এবং তাপমাত্রা কমার পূর্বাভাস
আজকের আবহাওয়া: ভারী বর্ষণ এবং তাপমাত্রা কমার পূর্বাভাস
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য
আরাফাতের ৩ কোটি ৪৪ লাখ টাকা ছয় মাস পর শূন্য
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
৬২ মামলা মাথায় নিয়ে নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ
জামায়াতকে একমঞ্চে আনার উদ্যোগ বিএনপির, যুগপৎ ভেঙে যাওয়ার শঙ্কা
জামায়াতকে একমঞ্চে আনার উদ্যোগ বিএনপির, যুগপৎ ভেঙে যাওয়ার শঙ্কা