X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ইউপি সদস্য নির্বাচন নিয়ে গুলিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ০২:৩২আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০২:৪১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপারা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে গুলিতে আব্দুর রশিদ নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ নভেম্বর) রাত ৮টায় মাছিমপূর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদে তালা প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম এবং টিউবওয়েল প্রতীক নিয়ে ফাইজুদ্দিন ফাজু, ফুটবল প্রতীক নিয়ে দিয়ামিন ইসলাম আবু, মোরগ প্রতীক নিয়ে আব্দুল কুদ্দুস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিরাজুল ইসলাম রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ার পান্না ওরফে ভিপি সোহেলের ঘনিষ্টজন। এ জন্য ভিপি সোহেল চেষ্টা করেছিলেন সিরাজুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার। কিন্তু বাকি তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় নির্বাচন হচ্ছে।

টিউবওয়েল প্রতীকের প্রার্থী ফাইজুদ্দিন ফাজু অভিযোগ করেন, ‘সিরাজুল ইসলাম ভাইস চেয়ারম্যান ভিপি সোহেলের প্রভাব খাটিয়ে আমার কর্মী-সমর্থকদের প্রচারণায় বাধা দেয় এবং মারধর করে। সিরাজুল ইসলামের এসব কর্মকাণ্ড অন্য প্রার্থীরা ভিপি সোহেলকে জানাতে যান। ভিপি সোহেল বিষয়টির মীমাংসায়  বসেন। এ ইউনিয়ানের  ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার তাওলাদের শ্যালক আব্দুর রশিদের সঙ্গে ভিপি সোহেলের বডিগার্ড (গানম্যান) জসিম উদ্দিন জসুর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত জসিম আব্দুর রশিদকে গুলি করে। এতে ঘটনাস্থলেই আব্দুর রশিদ নিহত হন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের (সহকারী পুলিশ সুপার) এএসপি আবির হোসেন জানান, ইউপি সদস্য নিবার্চনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য
সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সাবেক সিইসি নূরুল হুদা
প্রহসনের নির্বাচনের অভিযোগস্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সাবেক সিইসি নূরুল হুদা
রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে
রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট