X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

দুর্বৃত্তের হামলায় আহত শ্রমিকলীগ নেতার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ২২:২৮আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২২:২৮

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শ্রমিকলীগ নেতা রেজাউল করিম রেজা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ নভেম্বর) বিকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে রেজাউলের খালাতো ভাই জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। রেজাউল শহরের দেওলা এলাকার আজাদ আলমগীরের ছেলে।

জানা গেছে, গত রবিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় রেজাউল করিম রেজা দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তার হাত, পা, মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত রেজাউলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি ওই হাসপাতালেই লাইফ সাপোর্টে ছিলেন।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কেউ মামলা করেনি। তবে হামলাকারীদের ধরতে চেষ্টা চলছে।’

এদিকে, রেজাউলের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের ধরার দাবিতে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে শ্রমিকলীগ, ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে টাঙ্গাইল শহীদ মিনারে সমাবেশ করা হয়। সেখানে বক্তারা এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আটকের দাবি জানান। 

/এফআর/
সম্পর্কিত
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবকের মৃত্যু
করোনায় আরও একজনের মৃত্যু
ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অ্যাটর্নি জেনারেল
সর্বশেষ খবর
আকাশের ৬ উইকেট, এজবাস্টনে ভারতের প্রথম জয়ে সিরিজে সমতা
আকাশের ৬ উইকেট, এজবাস্টনে ভারতের প্রথম জয়ে সিরিজে সমতা
ডিসি-এসপিরা ‘চিপায় পড়ে’ ছাত্রনেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন: হাসনাত আবদুল্লাহ
ডিসি-এসপিরা ‘চিপায় পড়ে’ ছাত্রনেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন: হাসনাত আবদুল্লাহ
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
ধামাকার চেয়ারম্যান এম আলী কারাগারে
ধামাকার চেয়ারম্যান এম আলী কারাগারে
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ