X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনের ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১১:৫৮আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১২:২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ব্যালট পেপারে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা সিল মারা হয়েছে। ওই সিলের নিচের অংশে সোনারগাঁ থানা ছাত্রদলের নাম উল্লেখ রয়েছে। ব্যালটের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রবিবার (২৮ নভেম্বর) উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ব্যালটটি পাওয়া যায়।

জানা গেছে, উপজেলার আট ইউনিয়নে রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ওই ব্যালটটি পাওয়া যায়। ব্যালটটি ছিল চেয়ারম্যান প্রার্থীদের। ব্যালটে লাঙল, নৌকা ও হাতপাখা প্রতীক রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম সজীবের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। দীর্ঘদিন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। এ কারণে দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ। তারই বহিঃপ্রকাশ করেছে হয়তো কেউ।

তিনি আরও বলেন, ‘ভোটের ব্যালটে এ ধরনের কাজ ঠিক হয়নি বলে আমি মনে করি। তবে যে মামলায় বিএনপির চেয়াপারসনকে আটকে রাখা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।’

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হোসেনপুর ডিগ্রি কলেজের শিক্ষক আজহার হোসেন বলেন, ওইভাবে কাউকে চেক করে কেন্দ্রে প্রবেশ করানো হয় না। তবে যে বা যারাই কাজটি করেছেন, বিষয়টি শোভনীয় হয়নি। তিনি আরও জানান, বিভিন্ন প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে গণনার সময় ভোটটি বাতিল করা হয়।  

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান জানান,  ভোটকেন্দ্রে ভোটাররা গোপন কক্ষে গিয়ে ভোট দেন। সেখানে গিয়ে ব্যলটে কে কি সীল দিয়েছে সেটা আমাদের জানার কথা নয়। বিষয়টি আমি প্রথমে আপনার থেকে শুনলাম। কেন্দ্র থেকে বস্তায় ভরে ব্যালট পেপার উপজেলায় পাঠানো হয়। তাই এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারছি না। 

 

/এফআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট