X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অস্ত্রোপচারের সময় এবার নাড়ি কেটে ফেলার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ২০:৩৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২১:১১

ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচারের সময় হাসনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মলদ্বারের নাড়ি কেটে ফেলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসকের নাম উৎপল নাগ। তিনি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের চিকিৎসক। 

ভুক্তভোগী বর্তমানে বিএসএমএমসি হাসপাতালের নতুন ভবনের পাঁচতলায় চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসনা বেগম রাজবাড়ী সদর উপজেলার নিমতলার বাসিন্দা ইটভাটার দিনমজুর মো. আব্দুল মান্নান ব্যাপারীর স্ত্রী। ঘটনার পর হাসপাতালের পরিচালককে জানিয়েছেন আব্দুল মান্নান।

তিনি জানান, পেটব্যথা নিয়ে গত ২২ ডিসেম্বর বিএসএমএমসি হাসপাতালের বহির্বিভাগে গাইনি চিকিৎসকের কাছে হাসনা বেগমকে নিয়ে আসেন। আলট্রাসনোগ্রাম, রক্ত ও প্রস্রাবসহ বিভিন্ন পরীক্ষা করতে বলেন চিকিৎসক। পরীক্ষার রিপোর্ট দেখে হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. উৎপল নাগের কাছে যেতে বলেন তিনি। ডা. উৎপল পরীক্ষা-নিরীক্ষা করে অ্যাপেন্ডিক্স (নাড়ি বৃদ্ধি) হয়েছে বলে জানান এবং দ্রুত অপারেশন করতে বলেন।

মান্নান ব্যাপারীর অভিযোগ, ডা. উৎপল নাগ বিএসএমএমসি হাসপাতালে অপারেশন করাতে অনেক দিন অপেক্ষা করতে হবে বলে জানান। এছাড়া সরকারি হাসপাতালে ভালো চিকিৎসার ব্যবস্থা নেই বলেও তাদের জানান। এরপর ভিজিটিং কার্ড দিয়ে তাদের শহরের রথখোলায় পুরাতন বাসস্ট্যান্ডের কাছে পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরামর্শ দেন ডা. উৎপল।

ওই দিনই অপারেশনের জন্য ২৬ হাজার টাকা চাওয়া হয়। পরে বাড়িতে কাপড়চোপড় আনতে বাড়ি যান আব্দুল মান্নান। ফিরে আসার আগেই হাসনা বেগমের অপারেশন করে ফেলেন ডা. উৎপল। চারদিন পর অপারেশনের জায়গায় ব্যান্ডেস খুললে পুঁজ বের হয়। এরপর ডা. উৎপলকে জানালে বলেন, অন্য হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখানে রাখতে হলে পুনরায় অপারেশন করতে হবে, তার জন্য এক লাখ টাকা লাগবে। 

আব্দুল মান্নান বলেন, এত টাকা দেওয়ার সামর্থ্য নেই জানালে হাসনা বেগমকে পুনরায় বিএসএমএমসি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাস সেখানে চিকিৎসাধীন তিনি।

হাসনা বেগমের বাবা হাশেম মল্লিক বলেন, অপারেশনের চার দিন পর সেলাই কেটে ড্রেসিংয়ের সময় মলদ্বার দিয়ে মল বের হতে থাকে। বিষয়টি ডা. উৎপল নাগকে জানানোর পর তিনি আবারও অপারেশন করার কথা বলেন এবং সেজন্য এক লাখ টাকা লাগবে বলে জানান।

হাসনা বেগম বলেন, ডা. উৎপল নাগ প্রতারণা করে সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। অপারেশনের সময় মলদ্বারের নাড়ি কেটে ফেলেছেন। আমার তিনটি মেয়ে রয়েছে। চিকিৎসা ব্যয় জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া এক মাসেরও বেশি চিকিৎসায় ব্যস্ত থাকায় আমার স্বামীও কর্মহীন। অর্থের অভাবে ওষুধ কিনতে পারছি না।

এদিকে প্রাইভেট হাসপাতালে অপারেশনের কথা বলার অভিযোগ অস্বীকার করেছেন ডা. উৎপল নাগ। তিনি বলেন, তারা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে পিয়ারলেস হাসপাতালে অপারেশন করিয়েছেন। পুনরায় অপারেশন করাতে এক লাখ টাকা দাবির অভিযোগও অস্বীকার করেন।

ডা. উৎপল নাগ বলেন, মলদ্বারের নাড়ি কেটে ফেলার কোনও ঘটনা ঘটেনি। অ্যাপেন্ডিক্স পেকে গিয়ে ফেটে যায়। সে কারণে মলদ্বারের নাড়িও পেকে ফেটে যায়। ওই সময়ই মল বের করার অন্য ব্যবস্থা করে দেওয়া হয়।

বিএসএমএমসি হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি জানার পর ওই রোগীর খোঁজ-খবর নিয়েছি। তার চিকিৎসার কোনও ত্রুটি হবে না। কী কারণে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি ফরিদপুরের আল-মদিনা বেসরকারি হাসপাতালে নবজাতক প্রসবের সময় কপাল কেটে ফেলেন হাসপাতালের আয়া। এছাড়া শহরের আরামবাগ হাসপাতালে প্রসবের সময় এক নবজাতকের হাতের হাড় ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। ঘটনার পর আরামবাগ হাসপাতালের মালিক ও তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী পরিবার।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
খালেদা জিয়াকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা প্রয়োজন: মেডিক্যাল বোর্ড
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!