X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ১৮:০৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৯:১৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে জাইন গার্মেন্ট নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪/১৫টি ইউনিট। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

সোনারগাঁ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আকরাম হোসেন বলেন, ‘জাইন গার্মেন্ট নামের ওই পোশাক কারখানায় বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সোনারগাঁ, ডেমরা, আদমজী, বন্দর, নারায়ণগঞ্জ স্টেশনসহ ও ঢাকার সদর দফতর থেকে ১৪/১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও সংবাদ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।’

নারায়ণগঞ্জ ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তিনতলা ভবনের দোতলায় আগুন লেগেছে। আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

জানা গেছে, জাইন নিটওয়্যার লিমিটেডের দুই নম্বর ইউনিটে প্রথম আগুন দেখা যায়। আগুন দেখে ভবন নিরাপত্তাকর্মীরা মালিক ও পুলিশকে জানায়। এরপর ফায়ার সার্ভিসের সোনারগাঁ ও বন্দর স্টেশনের চারটি ইউনিট এসে কাজ শুরু করে। পরে একে একে জেলার অন্য স্টেশন থেকেও ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসে। মোট ১৫/১৬টি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এর মধ্যে আগুন ওই কারখানার আরও কয়েকটি ইউনিটে আগুন ছড়িয়ে পরে।

কারখানার নির্বাহী পরিচালক শফিউদ্দিন ভূঁইয়া জানান, খবর দেওয়া মাত্রই ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে। তবে একযোগে পাঁচটি ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি তার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। এখানে শতভাগ রফতানি পণ্য উৎপাদন হয়। বিভিন্ন ইউনিটে রফতানির জন্য তৈরি অনেক পণ্য ছিল। শুক্রবার কারখানা বন্ধ ছিল। যেসব ইউনিটে চাপ ছিল, সেগুলোতে কাজ চলেছে। তবে সেসব ইউনিটে আগুন লাগেনি। এখনও ক্ষতির বিষয়টি বলা যাচ্ছে না।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ওয়ারীতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
সর্বশেষ খবর
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা: আসকের উদ্বেগ
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা: আসকের উদ্বেগ
বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, শিক্ষক কারাগারে
বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, শিক্ষক কারাগারে
আনুপাতিক ভোট স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাবে, স্থানীয় কেউ নেতা হতে পারবে না: রিজভী
আনুপাতিক ভোট স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাবে, স্থানীয় কেউ নেতা হতে পারবে না: রিজভী
দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড
দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’