X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

গঙ্গাস্নানে পুণ্যার্থীর ঢল

ফরিদপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৪

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কয়ড়া কালিবাড়ি মন্দির সংলগ্ন কুমার নদে উৎসবমুখর পরিবেশে হাজারো পুণ্যার্থী গঙ্গাস্নানে অংশ নেন। মাঘী পূর্ণিমা উপলক্ষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে স্নান শুরু হয়। ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ দেশ-বিদেশের হাজার হাজার মানুষ গঙ্গাস্নানে অংশ নেন।

সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে গঙ্গাস্নানে অংশ নিতে হাজারো মানুষ সমবেত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের পদচারণা বাড়তে থাকে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ স্নানে অংশ নেন। স্নান শেষে মন্ত্র পাঠ করে প্রসাদ নেন পুণ্যার্থীরা।

নড়াইল থেকে গঙ্গাস্নানে আসা মাধবী লতা জানান, দীর্ঘ ৪০ বছর ধরে তিনি স্বামীকে সঙ্গে নিয়ে এখানে স্নানে আসেন। পুণ্য অর্জনের লক্ষ্যেই তিনি এখানে এসেছেন।

মাদারীপুর থেকে আসা হারাধন বণিক বলেন, ‘এখানে আসি দীর্ঘদিন ধরে। স্ত্রী, ছেলেমেয়েদের নিয়ে একসঙ্গে স্নান করি। প্রতিবছর এই দিনের অপেক্ষায় থাকি। এখানে এলে খুব ভালো লাগে। এটি একটি উৎসবের মতো।’

বাগেরহাট থেকে মেলায় আসা আশরাফ হোসেন বলেন, ‘এই স্নানকে কেন্দ্র করে আয়োজিত মেলায় দীর্ঘদিন ধরে আসি। বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করি। এখানে বেচাকেনাও ভালো হয়।’

গঙ্গাস্নানে পুণ্যার্থীর ঢল

মিষ্টি ব্যবসায়ী রমেশ সাহা বলেন, ‘প্রতিবছরই মেলায় মিষ্টির দোকান বসাই। অনেক ধরনের মিষ্টি থাকে আমার দোকানে। এখানে বালিশ মিষ্টির চাহিদা রয়েছে। প্রতি পিস ১০০ টাকা বিক্রি করি। বেচাকেনাও ভালো হয়।’

মায়ের সঙ্গে স্নানে এসেছেন অনার্স পড়ুয়া মিতা রায়। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে স্নান করতে আসেন আমার মা। তাই এবার মায়ের সঙ্গে এসেছি, স্নানও করেছি। এখানে এসে খুব ভালো লাগছে।’

কয়ড়া কালিবাড়ি মন্দিরের সভাপতি সুবাস সাহা জানান, অর্ধশত বছরেরও বেশি সময় আগে থেকে এখানে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। স্নান উপলক্ষে ধর্মীয় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও মেলা বসে।

তিনি আরও জানান, কলকাতা থেকে বরুণ মণ্ডল, অন্ধ্র প্রদেশ থেকে শ্যামল সরকার, হায়দ্রাবাদ থেকে সঞ্জয় বাগচী, উত্তর প্রদেশ থেকে রতন সরদার, নেপাল থেকে নিতাই মাহাতো, শ্রীলঙ্কা থেকে রূপম দেবনাথ তাদের দল নিয়ে গঙ্গাস্নানে আসেন।

বোয়ালমারী থানার এসআই সুব্রত বলেন, ‘স্নান অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ২০ জন পুলিশ সদস্য রয়েছে। এ ছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।’

/আরকে/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘গঙ্গাচুক্তি নবায়নের রসায়ন এবার ভিন্ন হবে’
করোনায় মৃতদের দেহ ভেসে বেড়াচ্ছে গঙ্গায় (ভিডিও)
সর্বশেষ খবর
গণমাধ্যমকর্মী আইন: অংশীজনদের মতামত নেওয়া শুরু
গণমাধ্যমকর্মী আইন: অংশীজনদের মতামত নেওয়া শুরু
সুবর্ণচরে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদ, ফল স্থগিতের দাবি
সুবর্ণচরে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদ, ফল স্থগিতের দাবি
ন্যায্যমূল্য না পেলে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলবে: কৃষিমন্ত্রী
ন্যায্যমূল্য না পেলে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলবে: কৃষিমন্ত্রী
৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো-গুয়েতেমালা সীমান্ত
৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো-গুয়েতেমালা সীমান্ত
সর্বাধিক পঠিত
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক