X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

এলজিইডির নির্মাণাধীন সেতুতে ফাটল

শরীয়তপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ১৬:৪৯আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৬:৪৯

শরীয়তপুর সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্মাণাধীন একটি সেতুতে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে এলাকার লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির কারণে সেতুতে ফাটল ধরেছে বলে অভিযোগ স্থানীয়দের। 

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, ভেকু মেশিন খালের কাটা মাটির সময় ধাক্কা লেগে সেতুর দেয়ালে ফাটল দেখা দিয়েছে। নতুন করে সুরক্ষা দেয়াল তৈরি করে দেবেন ঠিকাদার। 

এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর খালাসিকান্দি গ্রামের খালের ওপর ১৫ মিটার দৈর্ঘ্যের কালভার্ট সেতু নির্মাণ করছে এলজিইডি। ২০২১ সালের জুলাই মাসে কার্যাদেশ পেয়ে সেতুর নির্মাণকাজ শুরু করে শেখ এন্টারপ্রাইজ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুই কোটি টাকা ব্যয়ে পাঁচটি কালভার্ট নির্মাণ করার কথা।

খালাসিকান্দি গ্রামের খালের ওপর নির্মাণাধীন সেতুটির ব্যয় ৬০ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরের কাজ শেষ হওয়ার কথা সেতুটির। এরই মধ্যে সেতুর প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। এ অবস্থায় সেতুর পশ্চিম পাশের সুরক্ষা দেয়ালে ফাটল দেখা দেয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয় স্থানীয়রা। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফাটলের সত্যতা পান। পরে তিনি এলজিইডির উপজেলা প্রকৌশলীকে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নির্মাণাধীন একটি সেতুতে ফাটল দেখা দিয়েছে

এ ব্যাপারে ঠিকাদার মানিক শেখ বলেন, কাজ নিম্নমানের ছিল না। নিম্নমানের কাজ করিনি আমরা। ভেকু মেশিন দিয়ে খালের মাটি কাটার সময় ধাক্কা লেগে সেতুর সুরক্ষা দেয়ালে ফাটল দেখা দেয়। এটি আমরা ভেঙে পুনরায় করে দেবো।

সেতু নির্মাণকাজের তদারকি কর্মকর্তা সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জামাল হোসেন বলেন, কাজ করতে গেলে ত্রুটি-বিচ্যুতি থাকবেই। যেখানে ত্রুটি আছে সেটি মেরামত করে দেওয়া হবে।

এলজিইডির সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক মিয়া বলেন, ঘটনা শোনার পর সেতু পরিদর্শনে গেছি। ঠিকাদারকে সেতুর দেয়ালটি পুনরায় করে দিতে বলেছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দীপ ঘরাই বলেন, স্থানীয়রা জেলা প্রশাসককে বিষয়টি জানালে স্যারের নির্দেশে সেতু পরিদর্শনে যাই। ফাটলের সত্যতা পেয়েছি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী বলেন, ভেকু মেশিন দিয়ে খালের মাটি কাটার সময় সেতুর সুরক্ষা দেয়াল ফেটে যায়। ঠিকাদারকে দেয়ালটি ভেঙে নতুনভাবে তৈরির করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পাঁচ বছরেও শেষ হয়নি সেতুটির কাজ, লাপাত্তা ঠিকাদার
‘জবাবদিহি নিশ্চিতে ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে’
খরচ কমিয়ে টেকসই নির্মাণের নিশ্চয়তা দেয় ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’
সর্বশেষ খবর
কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুই জনের মৃত্যু 
কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে দুই জনের মৃত্যু 
প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন ট্রাম্প
প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন ট্রাম্প
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত ২
যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত ২
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে