X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ঈদযাত্রায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে বাড়ছে ফেরি

মো. রফিকুল ইসলাম, মাদারীপুর
২৭ এপ্রিল ২০২২, ২২:২৬আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৩:১৩

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারখ্যাত মাদারীপুরের বাংলাবাজার- শিমুলিয়া নৌপথে এখন পর্যন্ত চলছে পাঁচটি ফেরি দিয়ে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। এরমধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত ওই নৌরুটে শুধু ফেরি চলাচল করে। এছাড়া মাঝিকান্দি-শিমুলিয়া রুটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আরও দুটি ফ্ল্যাট ফেরি। ঈদ উপলক্ষে এখনও যাত্রী ও পরিবহনের চাপ না বাড়ায় পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাবাজার-শিমুলিয়া রুটে যুক্ত হবে আরও তিনটি ফেরি। সব মিলিয়ে এই নৌরুটে ঈদের আগে ও পরে ১০টি ফেরি চালু থাকবে। পাশাপাশি ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাঝিকান্দি- শিমুলিয়া রুটে দিনের বেলা দুটি ফ্ল্যাট ফেরি সার্বক্ষণিক থাকবে বলেও ঘাটের একটি সূত্র জানিয়েছে।  

শিবচরের বাংলাবাজার ঘাটে অবস্থান করে দেখা গেছে, নৌরুটে যানবাহনের তেমন চাপ নেই। শিমুলিয়া থেকে আসা ফেরিতে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। এছাড়া স্বাভাবিক সময়ের মতোই বাংলাবাজার ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পার হতে দেখা গেছে। তবে মাত্র পাঁচটি ফেরি চলাচল করায় ঘাটে আসা যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। বাংলাবাজার ঘাট থেকে ফেরি ছেড়ে গেলে শিমুলিয়া থেকে আসতে বেশ সময় লেগে যায়।

জানা যায়, গত বছর বর্ষা মৌসুমে জুলাই ও আগস্ট মাসে পদ্মায় তীব্র স্রোতের কারণে কয়েক দফায় পদ্মা সেতুর তিনটি পিলারে চার বার ফেরির ধাক্কা লাগে। এত আহত হন বেশ কয়েকজন যাত্রী। ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় সেতুর পাইল ক্যাপ। এই পরিস্থিতিতে নৌপথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে ১৮ আগস্ট দুপুরের পর থেকে এই নৌপথে ফেরি চলাচল পুরাপুরি বন্ধ ঘোষণা করা হয়। এরপর কয়েক দফায় সীমিত আকারে ফেরি চালু এবং বন্ধও করা হয়। এরপর শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি ঘাটে স্থানান্তর করা হয় ফেরিঘাট। দিনের বেলা মাত্র দুটি ফেরি চলাচল করে মাঝিকান্দি রুট দিয়ে। পরবর্তীতে গত বছর ৭ নভেম্বর থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‌ছোট ছোট পাঁচটি ফেরি দিয়ে জরুরি অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি ও যাত্রী পারাপার শুরু হয়। 

 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে নৌপথে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা দেবে। তাই যাত্রী ও যানবাহনের চাপ মোকাবিলায় নৌরুটে আরও দুটি মিডিয়াম ফেরিসহ তিনটি ফেরি যুক্ত হচ্ছে। অন্য ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে তিনটি ফেরি আসছে। এদিকে রাতে ফেরি চলাচলের জন্য সোমবার সন্ধ্যার পর কুঞ্জলতা ফেরি দিয়ে একবার (পরিক্ষামূলক) ট্রায়াল দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই ফেরি ঘাটে এসে পৌঁছায়। চাপ বাড়লে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

সূত্র আরও জানায়, বর্তমানে নৌপথে কে-ধরনের  কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, কর্ণফুলি ও রোরো ফেরি বেগম সুফিয়া কামালসহ পাঁচটি ফেরি চলাচল করছে। এছাড়া মিডিয়াম ফেরি কদম, বেগম রোকেয়া ও ছোট ফেরি ফরিদপুর যুক্ত হবে ঈদের ছুটি শুরুর আগেই।  

বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাবাজার-শিমুলিয়া- মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে, মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে এই নৌপথে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫৩টি স্পিডবোট ও সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ৮৩টি লঞ্চ চলাচল করছে।

 বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন আহমেদ বলেন, ‌‘এখনও ঈদের চাপ শুরু হয়নি। সম্ভবত বৃহস্পতিবার সকাল থেকে চাপ বাড়বে। যা চলবে ঈদের প্রায় এক সপ্তাহ পর পর্যন্ত।এ সময় দশটি ফেরি নিয়মিত চলাচল করবে। এ বছর সব নৌযান চলাচল করায় যাত্রীদের চাপ কিছুটা সহনীয় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

বাংলাবাজার ঘাটে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাগবে ঘাট এলাকায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ ফেরি চলাচল স্বাভাবিক থাকলে যানবাহন নিয়ে ঘরমুখোম মানুষের ভোগান্তি পোহাতে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। 

হাইওয়ে পুলিশের মাদারীপুর জোনের পুলিশ সুপার মো. হামিদুল আলম বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষার্থে মহাসড়কে আমাদের পর্যাপ্ত পেট্রলটিম থাকবে। সড়কের গুরুত্বপূর্ণস্থানে হাইওয়ে পুলিশের টিম কাজ করবে। আমরা ঘাট এলাকায় ওয়াচ টাওয়ার করেছি পর্যবেক্ষণের জন্য।’ যাত্রীরা ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২২, আহত ৮২৬
অতিরিক্ত ভাড়া আদায়, যৌথ বাহিনীর অভিযানে জরিমানা
দৌলতদিয়া ঘাটে চাপ নেই যানবাহনের
সর্বশেষ খবর
ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি চূড়ান্ত করার আহ্বান
ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি চূড়ান্ত করার আহ্বান
হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেফতার ১১
হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেফতার ১১
খুবি শিক্ষকের ওপর হামলাকারী সাবেক শিক্ষার্থীর সনদ সাময়িক স্থগিত
খুবি শিক্ষকের ওপর হামলাকারী সাবেক শিক্ষার্থীর সনদ সাময়িক স্থগিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে