X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যানজট নেই গাজীপুরের মহাসড়কে

গাজীপর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ১০:৫২আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১০:৫২

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনও কোনও এলাকায় সড়ক কিছুটা ফাঁকা দেখা গেছে। যানবাহনের চাপ নেই। তবে ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত কিছু সময় পর পর যানবাহনের চাপ বাড়ছে।

অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর পর্যন্ত যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। নবীনগর-চন্দ্রা সড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় হঠাৎ হঠাৎ যানবাহনের চাপ বাড়ছে। ফলে চন্দ্রা অংশে গাড়ি ধীরগতিতে চলছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার পুষ্পদাম রিসোর্ট থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ী পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার আলম এশিয়া পরিবহনের চালক আব্দুল জলিল জানান, শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ী এলাকায় সড়ক পারাপার ও সড়কে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানোয় কোনও কোনও সময় যানজট লেগে যাচ্ছে।

তিনি আরও জানান, যাত্রী ওঠানামার জায়গাগুলোতে অল্প সময়ের জন্য যানবাহনগুলোর জটের সৃষ্টি হচ্ছে। একই কারণে ওই সড়কের নয়নপুর বাজার থেকে জৈনা বাজার পর্যন্ত গাড়ি চলছে ধীরগতিতে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের উপ-কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মহাসড়কগুলোতে যান চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়োজিত রয়েছেন। যেখানেই সড়ক পারাপারের জন্য বা যাত্রী ওঠানামার জন্য গাড়ির গতি কমে যাচ্ছে সেখানেই তাৎক্ষণিক ট্রাফিক সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করছেন। সর্বোপরি এখন পর্যন্ত সড়কের কোথাও যানজট নেই। সড়কের সব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
দুই বাসের রেষারেষিতে ট্রাফিক কনস্টেবল আহত
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া